শ্রীলঙ্কা - জিম্বাবুয়ে সিরিজ

ওয়ানডে থেকে বাদ পড়ে ৩ বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথিউস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:58 মঙ্গলবার, 09 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শুরুতে না থাকলেও শেষ মুহূর্তে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ওয়ানডে থেকে বাদ পড়লেও তিন বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ম্যাথিউস।

চোট ও ফর্মের কারণে সবশেষ কয়েক বছর ধরেই জাতীয় দলে অনিয়মিত ম্যাথিউস। মাথিশা পাথিরানার চোটে বিশ্বকাপ খেললেও বাদ পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

সবশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা ম্যাথিউসকে ২০ ওভারের ক্রিকেটের দলে রাখা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে। ওয়ানডে দল থেকে বাদ পড়া কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভাও রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে।

রাখা হয়েছে স্পিনার আকিলা ধনাঞ্জয়া, ডানহাতি পেসার নুয়ান থুসারা এবং ব্যাটিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অধিনায়ক হিসেবে প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবেন তারকা এই স্পিনার।

অধিনায়ক না থাকলেও দলে আছেন দাসুন শানাকা। এদিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, নুয়ান্দু ফার্নান্দো এবং জানিথ লিয়াঙ্গে। রাখা হয়নি অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে, পেসার প্রমোদ মাদুশান এবং লেগ স্পিনার জেফ্রি ভ্যানডারসেকে। স্কোয়াডে থাকলেও পাথুম নিশানকার ফিটনেস বিবেচনায় রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠতে পারলে খেলবেন নয়তো বাদ পড়বেন।

শ্রীলঙ্কার স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশানকা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আকিলা ধনাঞ্জয়া।