বিশ্বকাপ

ম্যাকডোনাল্ডের ঘুম কেড়ে নিয়েছিল হেডের ইনজুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:03 সোমবার, 20 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেড। ফাইনালে তার সেঞ্চুরিতে ভর করে ষষ্ঠ শিরোপার দেখা পেয়েছে অজিরা। যদিও এবারের বিশ্বকাপ দলেই তাকে রাখা না রাখা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

শেষ পর্যন্ত তাকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড সাজায় অজিরা। এ পেছনের কারণে খোলাসা করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। কোচ বলছিলেন নক আউটে হেডের মতো একজনকে তার প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই তাকে নিয়েছিল অজিরা।

সেই বিশ্বাসের কথা জানিয়ে কামিন্স বলেন, 'আমরা ভেবেছিলাম তার (হেডের) বিশ্বকাপ শেষ। আমার মনে হয় ওটা ইনজুরির পরদিন রাত ছিল, রনি (কোচ ম্যাকডোনাল্ড) আমার কাছে আসে এবং বলে- আমি কাল সারারাত ঘুমাইনি। আমার মনে হয় আমরা তাকে রাখতে যাচ্ছি। আমরা ঝুঁকিটা নিতে যাচ্ছি। সে নেদারল্যান্ডস ম্যাচে গিয়ে ঠিক হয়ে যেতে পারে এবং এরপর যদি আমরা নকআউটে যেতে চাই এবং বিশ্বকাপ জিততে চাই, আমার মনে হয় নকআউটে তার থাকা দরকার।'

বিশ্বকাপের শুরুতে খেলতে না পারলেও ফিরেই ব্যাটে-বলে অস্ট্রেলিয়ার হয়ে নিজেকে উজার করে দিয়েছেন হেড। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মেডিক্যাল দলেরও বড় অবদান আছে। বিশেষ করে তাকে দ্রুত সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অজি দলের চিকিৎসকদের। 

সেই কথাই জানালেন কামিন্স। তিনি বলেছেন, 'তো হ্যাঁ এটা তার (ম্যাকডোনাল্ডের) আইডিয়া এবং বলতে হয় মেডিকেল টিম দারুণ কাজ করেছেন। (হেডকে রাখার) মানে সম্ভবত আপনি স্কোয়াডে দ্বিতীয় স্পিনার রাখতে পারছেন না, যেটা ঝুঁকিপূর্ণ, তবে অবশ্যই কাজে দিয়েছে।'

ইনজুরি থেকে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন হেড। এরপর সেমি ফাইনালে ২ উইকেট নেয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে সেমি ফাইনালে জিতিয়েছিলেন তিনি। কামিন্স তাই কৃতিত্বটা দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও প্রধান নির্বাচক জর্জ বেইলিকে।

কামিন্স তাদের প্রশংসা করে বলেছেন, 'ট্রাভিস দুর্দান্ত ছিল। আমার মনে হয় আমি স্টেজেও বলেছি, অনেক কৃতিত্ব যাওয়া উচিত অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও জর্জ বেইলির, যারা নির্বাচক, এই বাজিটা নেওয়ার জন্য। তার একটি আঙুল ভেঙে গিয়েছিল, ভাঙা হাত অর্ধেক টুর্নামেন্টের জন্য, কিন্তু তবুও তাকে স্কোয়াডে রাখাটা অনেক বড় ঝুঁকির ব্যাপার ছিল। এবং মেডিকেল টিমও অসাধারণ ছিল, তাকে এমন অবস্থায় নিয়ে আসার জন্য যেখানে সে পারফর্ম করতে পারে।'