ইংল্যান্ড- আয়ারল্যান্ড সিরিজ

ব্রিস্টলে ডাকেটের সেঞ্চুরির পর বৃষ্টির দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 বুধবার, 27 সেপ্টেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে বেন ডাকেটের সেঞ্চুরির ম্যাচটি পরিত্যক্ত হলেও ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ব্রিস্টলে আগে ব্যাটিংয়ে নেমে এ দিন দারুণ শুরু করে ইংল্যান্ড। মাত্র সাত ওভারের মধ্যেই স্কোরবোর্ডে রান ওঠে ৮৭। ২৮ বলে সাতটি চার ও চারটি ছক্কায় ৬১ রান করে ফিরে যান ওপেনার ফিল সল্ট।

ইনিংসের ৮.৪ ওভারে ফিরে যান আরেক ওপেনার উইল জ্যাকসও। তিনটি চার ও তিনটি ছক্কায় ২১ বলে ৩৯ রান করে ক্রেইগ ইয়াংয়ের বলে বোল্ড হন তিনি। তারপর ১০১ রানের জুটি গড়েন জ্যাক ক্রলি এবং ডাকেট।

৪২ বলে ৫১ রান করে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রলি বিদায় নিলে ডাকেটের সঙ্গে যোগ দেন স্যাম হেইন। এই জুটিতে ৭৫ রান করে ইংল্যান্ড। সেঞ্চুরি তুলে নেন ডাকেট। ১৮ বলে ১৭ রান করে হেইন বিদায় নেয়ার পরই বৃষ্টি নামে।

তারপর বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। ৭৮ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ১০৭ রান তুলে অপরাজিত থাকেন ডাকেট। ৩১ ওভারে চার উইকেটে ২৮০ রান তোলে ইংল্যান্ড।

আইরিশদের হয়ে ৩১ রান খরচায় তিন উইকেট নেন ক্রেইগ ইয়াং। ৪৭ রান খরচায় একটি উইকেট নেন থো ভ্যান অরকম।