ইংল্যান্ড- নিউজিল্যান্ড সিরিজ

আবারও ইংল্যান্ডের বিশ্বকাপ ভাবনায় ব্রুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:57 বৃহস্পতিবার, 07 সেপ্টেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে হ্যারি ব্রুককে। শুধু এই সিরিজটিই নয়, চলতি মাসের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের স্কোয়াডেও আছেন তিনি।

কিছুদিন আগে ইংল্যান্ড যখন বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড দেয়, তখন দলে রাখা হয়নি হ্যারি ব্রুককে। বেন স্টোকস অবসর ভেঙে ফিরেছেন বলেই এমনটা হয়। এরপর ব্রুককে বাদ দেয়া হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

বাদ পড়ার পর অবশ্য হতাশা প্রকাশ করেন ব্রুক। যদিও স্টোকসের মতো তারকা দলে ফেরায় এ ছাড়া কোনো উপায়ও নেই বলে স্বীকার করেছিলেন তিনি। ব্রুকের বাদ পড়া নিয়ে ইংলিশ ক্রিকেটে কয়েকদিন ধরে ভালোই আলোচনা হয়।

যদিও শেষ মুহূর্তে কপাল খুলেছে ডানহাতি এই ইংলিশ ব্যাটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করায় ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত হন তিনি। এই সিরিজে প্রথম ম্যাচে ব্রুক খেলেন ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস। তারপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস।

এদিকে ইংলিশ গণমাধ্যমে জোর গুঞ্জন, মূলত বিশ্বকাপ খেলানোর জন্যই ব্রুককে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপ দলে অদল বদল আনতে পারবে দলগুলো।

আর সেই সময়ের আগে ব্রুক খেলার সুযোগ পাবেন এই দুটি সিরিজে। আর তাই ব্রুকের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে গেলো। যদিও ব্রুক স্কোয়াডে জায়গা করে নিলে বাদ পড়বেন কে সেটা নিয়েও আলোচনা থাকছে।

আয়ারলায়ন্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন জ্যাক ক্রলি। আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন তিন নতুন মুখ- স্যাম হেইন, জ্যামি স্মিথ, জর্জ স্ক্রিমশাও।

নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি ওয়ানডে ম্যাচ হবে ৮, ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। বিশ্বকাপে ডাক পাওয়ার আগে অন্তত সাতটি ওয়ানডে খেলার সুযোগ পাবেন ব্রুক।

আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: রেহান আহমেদ, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি (অধিনায়ক), বেন ডাকেট (সহ-অধিনায়ক), স্যাম হেইন, উইল জ্যাকস, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পটস, ফিল সল্ট, জর্জ স্ক্রিমশ, জেমি স্মিথ, লুক উড।