আয়ারল্যান্ড - ভারত সিরিজ

ভালো খেলতে পারলে ভারতকে হারাতে পারব: বালবির্নি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 সোমবার, 21 আগস্ট, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বড় রান তাড়ায় কার্যকরী ইনিংস খেলার বিকল্প ছিল না আয়ারল্যান্ডের ব্যাটারদের। ভারতের বিপক্ষে সেটা করতে পারলেন কেবল অ্যান্ড্রু বালবির্নি। ব্যর্থতার পাল্লা ভারী করে বাকিরা এলেন আর গেলেন। বালবির্নি মনে করেন, তারা যদি ভালো খেলতে পারে তাহলে ভারতকে হারানো সম্ভব।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে বৃষ্টি আইনে দুই রানে হারে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল। রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন ও রিংকু সিংয়ের ব্যাটে ১৮৫ রানের পুঁজি পায় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড।

ব্যাটিং ইউনিটের আস্থা হয়ে থাকা পল স্টার্লিং, লরকান টাকাররা বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফাররাও প্রত্যাশা মেটাতে পারেননি। আইরিশ ব্যাটারদের মাঝে আশার আলো হয়েছিলেন বালবির্নি। ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি সাবেক এই অধিনায়ক।

শেষ ম্যাচে ভারতকে হারানোর স্বপ্ন বুনছেন তিনি। এ প্রসঙ্গে বালবির্নি বলেন, ‘আশা করি, বুধবার আমরা এই লাইনটা টপকে যাব। আমরা অনুভব করি আমরা যদি ভালো খেলতে পারি তাহলে তাদের (ভারত) হারাতে পারব।’

পূর্ণ শক্তির দল না পাঠালেও ভারতের বোলিং বিভাগ দুর্দান্ত। সময়ের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহর সঙ্গে আছেন আর্শদিপ সিং, প্রসিধ কৃষ্ণা। স্পিনে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে রবি বিষ্ণই। যারা কিনা সবাই আইপিএলে দাপটের সঙ্গে পারফর্ম করেন।

ভারতের বোলিং লাইন আপের প্রশংসা করে শেষ ম্যাচে ভালো খেলার প্রত্যাশা করছেন বালবির্নি। তিনি বলেন, ‘তারা খুবই উচ্চ স্কিল সম্পন্ন বোলিং ইউনিট। খানিকটা হতাশ তো অবশ্যই। আমরা ভালো ক্রিকেট খেলছি। আশা করি আমরা শেষ ম্যাচে আরও ভালো কিছু করতে পারব।’