বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

১০ ম্যাচ পর মিরপুরের আকাশে ড্রোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:25 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

প্রথম ১০ ম্যাচ মিরপুরের আকাশে ছিল না কোন ড্রোন। শুক্রবার সকালে মিডিয়া সেন্টারের ছাদে উঠতেই দেখা মেললো ড্রোনের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পরীক্ষামূলকভাবে জেমকন খুলনা এবং ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে ড্রোনের যাত্রা শুরু হল।

যদিও দ্রুতই বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী টুর্নামেন্টের সম্প্রচারকারী প্রতিষ্ঠান রিয়েল ইম্পেক্ট প্রোডাকশন।

এই টুর্নামেন্টের আগে গেল বঙ্গবন্ধু বিপিএলেও ড্রোনের ব্যবহার দেখা গেছে। তবে এবার ড্রোন ওড়ানোর নিয়মের পরিবর্তন আসায় এতোদিন মিরপুরের আকাশে দেখা যায়নি ড্রোন।

নতুন নিয়ম অনুযায়ী ড্রোন ব্যবহারের ৬০ দিন আগে আবেদন করতে হবে। কিন্তু এই টুর্নামেন্ট করার পরিকল্পনা দেড়িতে হওয়ায় তা সম্ভব হয়নি। যে কারণে টুর্নামেন্ট শুরুর আগে এই নিয়ে আবেদন করেছিল বিসিবি।

রিয়েল ইম্পেক্টের একটি সূত্র জানায়,'আমরা পরীক্ষামূলকভাবে ড্রোন উড়াচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবারের ম্যাচ থেকে ড্রোন ওড়ানো হচ্ছে। আমরা দ্রুতই অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।'

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ওপেন বিডিংয়ের মাধ্যমে মিডিয়া স্বত্ব পেয়েছিল দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটিতেও আছে এই প্রতিষ্ঠানটি।

এখন পর্যন্ত সবকটি দল ৪টি করে ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে টেবিলের শীর্ষে আছে গাজি গ্রুপ চট্টগ্রাম। ৪টি ম্যাচই জিতেছে দলটি। আর মাত্র একটিতে জিতে টেবিলের তলানিতে আছে বেক্সিমকো ঢাকা।

ঢাকার সমান একটি ম্যাচ জিতলেও নেট রান রেটের বিচারে এগিয়ে থাকায় চারে অবস্থান করছে ফরচুন বরিশাল। দুটি করে ম্যাচ জিতেছে জেমকন খুলনা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী।