গ্লোবাল সুপার লিগ

গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলার প্রত্যয়ে দেশ ছাড়লেন সোহান-সৌম্যরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:49 Tuesday, November 19, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিমানবন্দরে নেমেই হাস্যোজ্জ্‌বল প্রাণোচ্ছল সৌম্য সরকার। উপস্থিত সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে মারকুটে এই ব্যাটার। অনেকেই জানালেন অভিবাদন। প্রথমবারের মত গ্লোবাল সুপার লিগ খেলার জন্য গায়ানায় যাচ্ছেন সৌম্য।

রংপুরের রাইডার্সের গত কয়েকদিনের প্র্যাকটিসে যেমন দেখা গেছে, তেমন আত্মবিশ্বাসী রূপেই দেখা গেল দেশ ছাড়ার আগে। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। এবার তাকে দল ভিড়িয়েছে রংপুর। গ্লোবাল সুপার লিগে শিরোপার সেই স্বাদ ধরে রাখতে চাইবেন নিশ্চয়ই।

চ্যাম্পিয়ন বরিশাল দলেই সৌম্যর সতীর্থ ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সামনের আসরের জন্য রংপুর তাকে দলে ভিড়িয়েছে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে। বড় কিছুর প্রত্যাশা করেই তাকে সরাসরি নিয়েছে দলটি। ভালো খেলার প্রতিশ্রুতি নিয়েই গায়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাইফও।

পাঁচ দেশের পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরেই দল হিসেবে রংপুর রাইডার্স নামে গেলেও আদতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল। তার নেতৃত্বে রংপুর টুর্নামেন্টের অন্যতম সেরা স্কোয়াড সাজিয়েছে। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে সোহান নিজেও জানালেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারার দারুণ অনুভূতির কথা।

সোহান বলেন, 'রংপুর রাইডার্সের হয়ে প্রথমবার বাইরের দেশে যাচ্ছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে.. আমি বারবারই বলছি এটা আমদের জন্য অনেক বড় সুযোগ। যেহেতু এখন শুধু রংপুরের হয়ে না পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, আমাদের একটা দায়িত্ববোধ আছে। অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, তবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।'

যে পাঁচটি দল খেলবে এই টুর্নামেন্টে, তাদের মধ্যে অন্যতম শক্তিধর দল রংপুর রাইডার্স। ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনাল খেলতে পারে তারা। এমনটাই জানিয়েছেন অধিনায়ক।

ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানাতে গিয়ে সোহান আরও বলেন, 'বাংলাদেশ দলের হয়ে অনেকবারই যাওয়া হয়েছে। যদিও রংপুরের হয়ে যাচ্ছি, তবে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এই টুর্নামেন্টে খেলতে আমরা মুখিয়ে আছি। অনেক বেশি দায়িত্বও আছে এখন ভালো কিছু করার। এটা তো অবশ্যই (ফাইনাল খেলা)। তবে দল হিসেবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা দরকার আমাদের। যেহেতু পাঁচটা দল, এখানে অনেক প্রতিযোগিতা হবে, এখান থেকে ফাইনাল খেললে আমাদের বড় পাওয়া হবে।'