ক্রিকেট সাউথ আফ্রিকা

জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে এনগিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:58 Thursday, November 14, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ বাংলাদেশ সফরের সাউথ আফ্রিকা দলে ছিলেন লুঙ্গি এনগিদি। তবে টাইগারদের বিপক্ষে কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। এরপর সামনের ব্যস্ত সূচিকে সামনে রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে রাখা হয় এই প্রোটিয়া পেসারকে।

এবার বিশ্রাম কাটাতে গিয়ে চোটে পড়েছেন তিনি। এর ফলে সামনের দুটি টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন এই প্রোটিয়া পেসার। সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এনগিডির চোটের খবর নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

জানা গেছে কুঁচকির চোটের কারণে এনগিদি মিস করবেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এই দুই সিরিজের আগে নিজেকে সতেজ রাখতে বিরতির মাঝেই নিজেকে নিয়ে টুকটাক কাজ করছিলেন এই পেসার। সেখানেই কুঁচকির চোটে পড়েন তিনি।

ক্রিকেট সাউথ আফ্রিকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার কুঁচকির চোটের বিষয়টি নিশ্চিত হয়েছেন। ফলে আবার পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। এর আগে চলতি বছরের শুরুতে এসএ টোয়েন্টিতে খেলার সময় পিঠের ইনজুরিতে পড়েছিলেন এই ক্রিকেটার।

এ কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। সর্বশেষ আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরেন তিনি। তবে সেই ফেরা খুব বেশি স্থায়ী হলো না তার। জানা গেছে আগামী জানুয়ারি পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

এদিকে জানা গেছে টেম্বা বাভুমার শারীরিক অবস্থার বিস্তারিতও। কাঁধের চোটের কারণে বাংলাদেশে এলেও কোনো টেস্টে খেলা হয়নি এই প্রোটিয়া টেস্ট অধিনায়কের। তবে দলে ফেরার খুব কাছেই রয়েছেন তিনি। আগামী সোমবার ফিটনেস পরীক্ষা দেয়ার কথা রয়েছে তার। ফিটনেস পরীক্ষায় পাস করলেই পাবেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সবুজ সঙ্কেত।