বিপিএল

বিপিএলেও দেখা যেতে পারে নারী আম্পায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 20:43 Wednesday, July 3, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট ছেড়ে দেয়ার পর আম্পায়ারিংয়ে যুক্ত হয়েছেন সাথিরা জাকির জেসি। ক্যারিয়ারের শুরুর দিকে ছেলেদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে আম্পায়ারিং করার অভিজ্ঞতা হয়েছে তার। আইসিসি আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ার পর অভিষেক হয়েছে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)।

চলতি বছরের এপ্রিলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন জেসি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের মাঠে থাকার পরও বেশ ভালোভাবেই দায়িত্ব সামলেছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। যদিও সেই ম্যাচে মুশফিকুর রহিমের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেখানে জেসির খুব বেশি কিছু করার ছিল না।

দিনকে দিনকে অভিজ্ঞ হয়ে ওঠায় বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নারী আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার কথা ভাবছে বিসিবি। যদিও শুরুটা হতে পারে তৃতীয় আম্পায়ার হিসেবে। সেটাও অবশ্য নির্ভর করছে তখন বিশ্বকাপ কিংবা কোন টুর্নামেন্টের উপর। বিপিএলের পরিচালনার জন্য কাউকে পাওয়া গেলে এমন সিদ্ধান্ত নিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।

এ প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দিই, প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে কিন্তু। আইসিসি কেন করেছে কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছে সেটা দেখেই করেছে।’

‘তারা ভেবেছে তারা যথেষ্ট যোগ্য। তাদের আমরা করব কি পরবর্তী বিপিএলে অনফিল্ড হয়ত নাও দেখতে পারেন। আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে, এর মাঝে বিশ্বকাপ আছে...। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার... ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে।’

বর্তমানে দেশের প্রায় ৩০ জন আম্পায়ার বিসিবির বেতনভুক্ত। সেখানে যুক্ত করা হচ্ছে আরও ৫ জন। ২ জুন বোর্ড সভা শেষে সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন নাজমুল হাসান পাপন। সেই ৫ জনের মাঝে চারজনই নারী আম্পায়ার। তাতে জেসির সঙ্গে থাকছেন রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। পুরুষ আম্পায়ার হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার মোরশেদ আলী খান সুমন।

এ নিয়ে মিঠু বলেন, ‘আমাদের প্রায় ৩০ জন বেতনভুক্ত আছে। কালকে বোর্ড সভায় (সিদ্ধান্ত নিয়েছি) আরও ৫ জন আম্পায়ারকে চাকরি দেয়া হচ্ছে। সভাপতি তো কালকে বলেছে আপনাদের আইসিসি আমাদের চারজন মেয়েকে প্যানেল ভুক্ত করেছে, এটা মেয়েদের। আর একজন সুমন সে বাংলাদেশের সাবেক বাঁহাতি পেস বোলার। সে এসেছে কারণ সৈকত এলিট প্যানেলে চলে গেছে তাই ওইখানে গ্যাপ হয়। ওইখানে নিয়েছে আমাদের একজনকে। আইসিসির প্যানেল ভুক্ত আম্পায়ার তো আমরা বাইরে রাখতে পারি না। সবশেষ সভায় চারজন মেয়ে এবং একজন ছেলের চাকরি অনুমোদন হয়েছে।’