টি-টোয়েন্টি বিশ্বকাপ

গুজবের ভিত্তিতে সংবাদ হচ্ছে, বলছেন তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 17:25 Wednesday, July 3, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গত ১ জুলাই একটি বেসরকারি টেলিভিশনে তাসকিন আহমেদকে নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়, সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নাকি ঘুমের কারণে টিমবাস মিস করেছেন তাসকিন। শাস্তি হিসেবে তাকে নাকি ভারতের বিপক্ষে আর খেলায়নি টিম ম্যানেজমেন্ট। এরপর জানা যায়, এই ইস্যুতে নাকি সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন। গণমাধ্যমে তাসকিনকে নিয়ে এতো বেশি সংবাদ নিয়ে মুখ খুলেছেন তাসকিন। এক্ষেত্রে গণমাধ্যমের দায় দেখছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে মাত্র দু'জন পেস বোলারকে খেলায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তার পরিবর্তে একাদশে জায়গা পান জাকের আলী।

পরে জানা জাতীয় সঙ্গীতের সময়ও মাঠে ছিলেন তাসকিন। গুঞ্জন ওঠে, হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সিদ্ধান্ত অনুযায়ী একাদশে জায়গা করে নিতে পারেননি তাসকিন। যদিও তার দাবি, কৌশলগত কারণেই বাদ পড়েন তাসকিন।

ফেসবুকে তিনি লিখেন, 'আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল, তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।'

'আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫-এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।'

তাসকিন সমস্ত দায় দিচ্ছে সংবাদমাধ্যমকে। ভবিষ্যতে এরকম করলে আইনী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখছেন তিনি। সংবাদমাধ্যম সঠিক এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবে, এমনটাই বিশ্বাস তার।

তাসকিন আরও বলেন, 'এটি খুবই দুর্ভাগ্যজনক যে, এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে। আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে।'

'আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে, আমি আইনীভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।'

সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ৩৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ। অ্যান্টিগায় একই মাঠে প্রতিপক্ষ ছিল ভারত। ভারতের শক্তিশালী ব্যাটিং আক্রমণের বিপক্ষে তাসকিন খেলবেন, এমনটাই ছিল অনুমিত। যদিও শেষ পর্যন্ত তিনি ম্যাচটি খেলেননি, বাংলাদেশও ম্যাচটি হারে।