বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়ের ব্যাটাররা ভালো করায় এমন মনে হচ্ছে: হৃদয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:58 Tuesday, May 7, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি শুরুর আগেই ব্রডকাস্টারদের পক্ষে থেকে জানানো হয়েছিল এই ২০০ রান করাও কঠিন কাজ হবে না। তবে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ১৬৫ রানের বেশি করতে পারেনি। জিম্বাবুয়ে সেই লক্ষ্য প্রায় পাড়ি দিয়ে ফেলেছিল। যদিও শেষ মুহুর্তের সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা। তাদের ম্যাচ হারতে হয়েছে ৯ উইকেটের ব্যবধানে।

ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয় জানিয়েছেন উইকেট একটু স্লো ছিল। যদিও এই উইকেটে ১৬৫ রানকে যথেষ্ট মনে করছেন না তিনি। আরও অন্তত ১০ রান করা উচিত ছিল তাদের। জিম্বাবুয়ের ব্যাটাররা ভালো করায় বাংলাদেশের সংগ্রহ কম মনে হচ্ছে বলে ধারণা তার।

হৃদয় বলেছেন, 'মনে হয় ১০ রান কম করেছি। উইকেটটা আজকে একটু স্লো ছিল। আমরা এই উইকেটে প্রথম ম্যাচ খেলেছি। আমার কাছে মনে হয়েছে উইকেটে ১৭০। যে স্কোরটা করেছি ওটাও কিন্তু খারাপ না। হয়তো বা শেষের দিকে ওদের ব্যাটাররা ভালো রান করেছে তাই এরকম মনে হয়েছে।'

ওপেনিং জুটিতে ২২ রানের পর বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে ২৯ রানে। এরপর উইকেটে আসেন হৃদয়। সেখান থেকে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই হৃদয়ের প্রথম হাফ সেঞ্চুরি। চতুর্থ উইকেটে তিনি জাকের আলীকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েছেন।

হৃদয় জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী খেলতে চেয়েছিলেন তারা। জাকেরের ইনিংসের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন হৃদয়। তার বিশ্বাস শুরুতে দুটি উইকেট দ্রুত না হারালে বাংলাদেশের সংগ্রহ দুশর কাছাকাছি হতো বলেই বিশ্বাস হৃদয়ের।

তিনি বলেন, 'আমি এমন জায়গায় ব্যাটিং করছি যে এমনও হতে পারে পাওয়ার প্লেতেও নামা লাগতে পারে, ১৫-১৬ ওভার পর নামা লাগতে পারে আবার প্রথম ওভারেও নামা লাগতে পারে। তো আমার দিক থেকে প্রথমে ম্যাচটা কি ডিমান্ড করে সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। তো আজকে সেরকম ডিমান্ড ছিল ডে শুরুতে দুটো উইকেট হারিয়েছি একটু জুটি দরকার ছিল।'

তিনি যোগ করেন, 'আমি ও জাকের ভাইয়ের একটা জুটি ছিল। যেরকম ডিমান্ড ছিল সেরকম এক্সিকিউট করার চেষ্টা করেছি এর বেশি কিছু চিন্তা করি নাই। অবশ্যই টর্গেট ছিল যেত বেশি রান করা যায়। নরমালি খুব ভালো উইকেট। শুরুর দিকে যদি দু-একটা উইকেট না যেত উ্পর থেকে যদি ৭০-৮০ হতো তাহলে হয়তোবা রান ২০০’র কাছাকাছি থাকতো