টি- টোয়েন্টি বিশ্বকাপ

উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী সুবুগা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:10 Monday, May 6, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে হৈচৈ ফেলে দিয়েছিল উগান্ডা। আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্বে রুয়ান্ডাকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেখানে ডাক পেয়েছেন ৪৩ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার ফ্র্যাঙ্ক সুবুগা।

১৯৯৭ সালে মাত্র ১৭ বছর বয়সে উগান্ডার হয়ে আইসিসি ট্রফিতে প্রথমবার খেলেছিলেন সুবুগা। এরপর ২০২২ সালে বিশ্বকাপ ক্রিকেট চ্যালেঞ্জ লিগে কেনিয়ার বিপক্ষে বাউন্ডারিতে অবিশ্বাস্য এক ম্যাচ নিয়ে আলোচনায় আসেন। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটাও দারুণ করেন ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে এবার ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সুবুগার সঙ্গে স্কোয়াডে আছেন আলফেস রামজানি। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন তিনি। ওভারপ্রতি পাঁচের কম রান দিয়ে গত বছর নিয়েছিলেন ৫৫ উইকেট। দলের সবচেয়ে পরিচিত ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন রিয়াজাত আলী শাহ এবং দীনেশ নাকরানি।

অধিনায়ক ব্রায়ান মাসাবার সহকারী হিসেবে থাকছেন রিয়াজাত। এদিকে যুব বিশ্বকাপ খেলা জুমা মিয়াজিও সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে উগান্ডার ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে স্যামুয়েল ওয়ালুসিম্বির। ১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপে পূর্ব আফ্রিকার হয়ে খেলেছিলেন তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে উগান্ডা। যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাপুয়া নিউগিনি। ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া উগান্ডা।

উগান্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলী শাহ, কেনেথ ওয়াইসওয়া, দীনেশ নাকরানি, ফ্র্যাঙ্ক সুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কায়েউতা, বিলাল হাসুন, ফ্রেড অ্যাকেলাম, রবিনসন ওবুয়া, সাইমন সেসাইজি, হেনরি সেনওয়ান্দো, আলফেস রামজানি, জুমা মিয়াজি।

রিজার্ভ- রোনাল্ড লুতায়া, ইনোসেন্ট ওবেজ।