সংযুক্ত আরব আমিরাত- নিউজিল্যান্ড সিরিজ

ইতিহাস গড়ে আয়ান বলছেন, ‘আরব আমিরাতকে নতুন উচ্চতায় নিতে চাই’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:42 Sunday, August 20, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। দলের এই দাপুটে জয়ে ম্যাচসেরা হয়েছেন আয়ান আফজাল খান। ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে সমাদৃত ১৭ বছর বয়সী এই স্পিনার কিউইদের হারিয়ে জানিয়েছেন, দেশকে নতুন উচ্চতায় নেয়াই মূল লক্ষ্য তার।

মূলত আয়ান এবং মোহাম্মদ জাওয়াদউল্লাহদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি কিউইরা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪২ রান তুলেছে তারা। জবাবে ২৬ বল এবং সাত উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নিয়েছে স্বাগতিকরা। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে দলটি।

সংযুক্ত আরব আমিরাতের হয়ে ১৬ রান খরচায় দুই উইকেট নেন জাওয়াদউল্লাহ। আর মাত্র ২০ রান খরচায় তিনটি উইকেট নেন আয়ান। এই তিনটি উইকেট হচ্ছে কিউই ওপেনার চাঁদ বাওয়েস, অলরাউন্ডার মিচেল সান্টনার এবং উইকেটরক্ষক ডেন ক্লিভারের। বাওয়েসকে স্টাম্পিং এবং বাকি দুজনকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন বাঁহাতি এই অর্থোডক্স।

ম্যাচ শেষে আয়ান বলেন, 'আজ আমি কিছুই খাইনি। কেননা আমি খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম। আজ আমি উইকেট নিতে চেয়েছিলাম। খুশি হয়েছি কারণ আমরা জিতে গেছি। আমি ভালো খেলেছি এবং আমি আশা করি আমি এভাবেই ভালো খেলতে থাকব এবং সংযুক্ত আরব আমিরাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আমাদের ওয়াসিম এবং আসিফের মতো বড় বড় ক্রিকেটার আছেন। তারা আজ রান করেছে, আমরা সহজেই জিতে গেছি।'

এদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে উচ্ছ্বসিত সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমও। ব্যাট হাতে ২৯ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ২৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আসিফ খান।

ওয়াসিম বলেন, 'আমি আমার দল এবং নিজের পারফরম্যান্সে খুবই খুশি। আমরা সবসময় চেষ্টা করেছি, যখন আমরা জিতি তখন যেন ভালোভাবে জিতি। আসিফ অসাধারণ একজন খেলোয়াড়। দুর্ভাগ্যবশত তার অভিষেক দেরিতে হয়েছে। তার অভিজ্ঞতা ভালোই, সে আমাকে ওয়াদা করেছিল যে সে ম্যাচটি শেষ করে আসবে। আর সে এটাই করেছে।'

দলের সেরা বোলার আয়ানের প্রশংসা করতে ভোলেননি ওয়াসিম, 'আমি তার মধ্যে বড় একজন তারকাকে দেখতে পাচ্ছি। আশা করি সে সংযুক্ত আরব আমিরাতের ভবিষ্যৎ তারকা হতে পারবে। যার বিপক্ষেই খেলুক, সে একেবারেই চাপ নেয় না।'