ভারতীয় ক্রিকেট

দ্রাবিড়ের সমস্যার সমাধান দিলেন অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 16:57 Tuesday, August 15, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পরই ভারতের টেলএন্ডারের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়। দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর ব্যাপারে জোর দিচ্ছিলেন তিনি। এবার দ্রাবিড়কে এই ব্যাপারে সমাধান দেখিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, শার্দুল ঠাকুরের মতো অলরাউন্ডারদের আটে খেলিয়ে সমস্যার সমাধান করতে পারে ভারত।

বিশেষ করে ভারতের ব্যাটিং অর্ডারের শেষ দিকটা ভাবাচ্ছিল দ্রাবিড়কে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮ থেকে ১১ নম্বরে যারা ভারতের হয়ে খেলেছেন, বেশীরভাগ ম্যাচেই তাদের প্রত্যেকে নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। যা নজর এড়ায়নি দ্রাবিড়ের।

এই সিরিজে সাত নম্বরে ব্যাটিং করতে দেখা যায় অক্ষর প্যাটেলকে। এই অলরাউন্ডারের পর কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আর্শদিপ সিং, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল এবং মুকেশ কুমারদের প্রত্যেকেই পুরোদস্তুর বোলার। আর এদের ব্যাটিং ব্যর্থতাই ভাবাচ্ছে দ্রাবিড়কে।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে দ্রাবিড়ের চাওয়া, দলের বোলিং শক্তি না কমিয়ে ব্যাটিং শক্তিটাও ঠিকঠাক রাখা। এ কারণেই আট নম্বরে শার্দুলের মতো একজন অলরাউন্ডারকে খেলাতে বলছেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আপনাকে আপনার টেলএন্ডার এতো আগে শুরু করতে হবে না। এ কারণেই আপনার দলে শার্দুল ঠাকুরের মতো কাউকে দরকার যে আট নম্বরে আসবে এবং কয়েকটি বলে জোরে হাঁকাবে। তবে ম্যাচ জেতার জন্য আপনাকে আপনার সেরা ব্যাটার এবং বোলারদের খেলাতে হবে।’

‘একইভাবে আপনার যখন ম্যাচ জিততে ৩০ বলে ৩৬ রান লাগবে, ছয় উইকেট পড়ে যাবে- তখন সেই ম্যাচ জেতার ক্ষমতাও থাকতে হবে। বিশ্বকাপের আগে এই ধাঁধা নিয়েই ভারত খেলতে যাবে। তারা যদি কুলদিপ এবং চাহালকে একসঙ্গে খেলায় তাহলে তারা একটি অবস্থা পাবে যেখানে কুলদিপের আটে ব্যাটিং করা লাগবে।’

এর আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন দ্রাবিড়। বিশ্বকাপের আগমুহূর্তে ভারতের টেলএন্ডারদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন তিনি।

দ্রাবিড় বলেছিলেন, ‘আমার মনে হয় যে দলটি এখানে আছে, কম্বিনেশন বদলানোর মতো ততটা বিকল্প আমাদের হাতে ছিল না। তবে সামনে এগোনোর পথে আমাদের কিছু ব্যাপারের দিকে নজর দিতে হবে যেখানে উন্নতি করা যায়।’

‘ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়ানোর ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। নিজেদের সেরাটাই চেষ্টা করছি, তবে এদিকে নজর দিতেই পারি আমরা। কীভাবে বোলিং আক্রমণ দুর্বল না করেও ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়ানো যায়।’