295 Views
বাংলা-লঙ্কা সিরিজ

ছয় তরুণে ভবিষ্যত দেখছেন মাহমুদুল্লাহ

ইনতেছার
Published Date: 14 Feb 2018 | Update :

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের মাধ্যমে ঘরোয়া ক্রিকেট এবং গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররাও পুরস্কৃত হয়েছেন।  

জাতীয় দলে ডাগ আউটে এবার দেখা মিলবে আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু এবং মেহেদী হাসানের মতো নবীনদের। এদের নিয়েই শ্রীলংকা বধের মিশনে নামবে তারুণ্যনির্ভর বাংলাদেশ।

আর এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব আল হাসানের অনুপস্থিতে দলের অধিনায়কত্ব পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টি-টুয়েন্টিতে নামার আগের দিন (বুধবার) সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,

"এখানে যারা ভালো করতে তাদেরকে অবশ্যই নেওয়ার সুযোগ থাকবে। যেই কয়েকজন নতুন মুখ এসেছে তারা ওয়েল ডিজারভিং। এখান থেকে যারা ভালো করবে তাদেরকে নিয়ে পরবর্তীতে…সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। 

"এই প্রসেসিংটা স্টার্ট করা ভালো একটা ইতিবাচক দিক আমাদের দলের জন্য। আমার মনে হয় আমাদের একটা টি-টুয়েন্টি ব্যালেন্স টিম ওয়েল টু ফাইন্ড আউট। যেহেতু আমরা সামনের দিকে এগুচ্ছি আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে।"

একইসাথে নতুন যারা এসেছেন এবং অভিজ্ঞ যারা দলে আছেন-- সবাইকে চাপমুক্ত হয়ে খেলার পরামর্শও দেন মাহমুদুল্লাহ। সবাই নিজের কাজটুকু করতে পারলে জয়ের বন্দরে পৌঁছানো অসম্ভব কিছু নয়, মনে করছেন তিনি। 

"টি-টুয়েন্টি ক্রিকেটে আপনাকে উপভোগ করতে হবে। ইউ হ্যাব টু এনজয় দ্য এটমোসফেয়ার। সব কিছুই আপনাকে এনজয় করতে হবে। চাপ তো সব সময়ই থাকবে নতুন খেলোয়াড় আছে। বিপিএলে যে এটমোসফেয়ার থাকে ওটার থেকে এটা ভিন্ন। 

"ওই জিনিসগুলো চিন্তা না করে যদি আপনি আপনার কাজটা করেন….ব্যাটিং হোক-বোলিং হোক বা ফিল্ডিং হোক। যেই মোমেন্টে যেই কাজটুকু করতে যাচ্ছি সেই কাজটুকু ঠিক মতো এক্সিকিউট করতে পারলে গুড এনাফ। কালেকটিভলি তাহলে বেটার ফলাফল করতে পারবে।"; জানাচ্ছিলেন রিয়াদ।