বিসিএল

ক্যারিয়ার সেরা স্কোরে লিটন

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 13:09 বৃহস্পতিবার, 26 এপ্রিল, 2018

সেন্ট্রাল জোনঃ ৫৪৬ অল আউট

মজিদ ২০৫, সাদমান ১২২

গাজী ৫/১৮৮

ইস্ট জোনঃ ৪৪০/৩

লিটন ২২০*, আফিফ ১২৪*

শুভাগত ২/১১৬

প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের সেরা স্কোর গড়েছেন ডাবল সেঞ্চুরিয়ান লিটন দাস। রাজশাহীর মাঠে সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচে ২২০ রানে অপরাজিত আছেন তিনি। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে লিটনের সর্বোচ্চ স্কোর ছিল ২১৯ রান।

তৃতীয় দিনের শুরুতে ১২৫ বল খেলে ১৩৯ নিয়ে খেলতে নেমেছিলেন তিনি। পরবর্তীতে প্রথম সেশনেই আগ্রাসী ব্যাটিং এর ধারা বজায় রেখে মাত্র ১৯৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন লিটন।

লিটনের সাথে অপরাজিত আছেন আফিফ হাসান। লিটনের সাথে ম্যারাথন জুটি গড়েছেন তিনি। সেঞ্চুরির পূর্ণ করেছেন তিনিও। ১২৪ রানে রানে অপরাজিত আছেন এই তরুন বাঁহাতি। 

এই দুই ব্যাটসম্যানে ভর করে এখন পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৪৪০ তুলেছে ইস্ট জোন।

এর আগে প্রথম দিনের খেলায় আগে ব্যাট করে সাদমানের সেঞ্চুরি ও আব্দুল মজিদের ডাবল সেঞ্চুরিতে ৫৪৬ রানের পাহাড় গড়েছে সেন্ট্রাল জোন। সাদমান ১১২ ও মজিদ ২০৫ রান করেছেন। 

সেন্ট্রাল জোন একাদশঃ

সাইফ হাসান, আব্দুল মজিদ, সাদমান ইসলাম অনিক, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, শুভাগত হোম, মোশাররফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফ, ইলিয়াস সানি, ইরফান শুক্কুর।

ইষ্ট জোন একাদশঃ

লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন, জাকির আলি, মমিনুল হক, সোহাগ গাজী, তাসামুল হক, আবু জায়েদ রাহি, এনামুল হক জুনিয়র, মেহেদি মারুফ, মোহাম্মদ সাইফউদ্দিন।