আয়ারল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট সিরিজ

দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাচ্ছেন না আমির

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:58 সোমবার, 23 এপ্রিল, 2018

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে সোমবার দিন দেশ ছাড়ছে পাকিস্তান। তবে দলের সঙ্গে যেতে পারছেন না দলের পেস তারকা মোহাম্মদ আমির। মূলত ভিসা জটিলতার কারণেই যেতে পারছেন না তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র মিডিয়ার সামনে জানান, 'আমরা তার ভিসার জন্য অপেক্ষা করছি। সে দলের সঙ্গে যাচ্ছে না। আমরা আশা করছি বুধবারের মধ্যেই তার ভিসা পেয়ে যাবো।' 

অবশ্য এবারই নতুন নয়, এর আগেও (২০১৬ সালে) পাকিস্তান দল যখন ইংল্যান্ড সফরে যায় তখন দলের সঙ্গে একই কারণে যেতে দেরি হয়েছিলো আমিরের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সহায়তায় গতবারের মতো এবারো জটিলতা দূর হবে বলে মুখপাত্র জানান।

এদিকে বেশ কিছুদিন আগেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। চোটের কারণে দলে নেই ইয়াসির শাহ, আর বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ। 

এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে দলে ডেকেছেন নির্বাচকরা। আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রতিপক্ষ পাকিস্তান। ঐতিহাসিক এই টেস্ট ভাতিজা ইমাম উল হককে রেখেছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। 

এছাড়া ডাক পেয়েছেন ফখর জামান, উসমান সালাহউদ্দীন ও সাদ আলি। ডাবলিনে ১১ই মে শুরু হবে আয়ারল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক টেস্টটি। এরপরে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান।