শ্রীলঙ্কা-বাংলাদেশ যুব ওয়ানডে সিরিজ

যুব ওয়ানডেতে তৌহিদ হৃদয়ের বিশ্বরেকর্ড

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 13:40 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

যুব ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। লঙ্কানদের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি।

যুব ওয়ানডে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড নেই আর কারো। শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে হৃদয় ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন।

সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৫ উইকেটের ব্যবধানে। সিরিজের তৃতীয় ম্যাচে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। এই ম্যাচে টাইগার যুবাদের জয় ১৬১ রানের বড় ব্যবধানে।

সিরিজের চতুর্থ ম্যাচে ১১৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৫ উইকেটের জয় এনে দেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। মঙ্গলবার (১৯ নভেম্বর) লঙ্কানদের বিপক্ষে পঞ্চম এবং শেষ ওয়ানডেতে ১১১ রানের ইনিংস খেলেছেন তিনি।

এর ফলে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ যুব দল। এই ম্যাচে জিতলেই লঙ্কান যুবাদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে আকবর আলীর দল।