শ্রীলঙ্কা যুব দলের বাংলাদেশ সফর

বাংলাদেশের যুবাদের শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 14:53 সোমবার, 21 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কদিন আগেই নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলতে চলেছে বাংলাদেশের যুবারা।

আসন্ন এই সিরিজে লঙ্কান যুব দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ এবং ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ২৬ অক্টোবর।

এরপর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২ নভেম্বর দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচও অনুষ্ঠিত হবে খুলনায়। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯ এবং ১১ নভেম্বর।

সিরিজের শেষ তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৪, ১৭ এবং ১৯ নভেম্বর। লঙ্কানদের বিপক্ষে চারদিনের দুটি ম্যাচে খেলবে অনূর্ধ্ব-১৯ দলের বাইরে থাকা যুব ক্রিকেটাররা। 

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মূল দল খেলবে বলে নিশ্চিত করেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। কদিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটাকে ব্যাকআপ টিম বলব না। জাতীয় দলের ব্যাক আপ হিসেবে যেমন এ দল থাকে, অনেকটা ওরকম। এবারই প্রথমবার এই দলটি করা হয়েছে। অনূর্ধ্ব-১৯ এর বেশি ক্রিকেটার যেন থাকতে পারে। যেকোনো খেলোয়াড় যেন মূল দলে যেতে পারে। প্রতিযোগিতা রাখার জন্যই আসলে এই দলটি করা।'