ভারতীয় ক্রিকেট

শচিনের রেকর্ডে ভাগ বসালেন উমেশ যাদব

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:28 রবিবার, 20 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রঞ্চিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ভারতের প্রথম ইনিংসে ১০ বলে ৩১ রান করেন পেসার উমেশ যাদব। এমন আগ্রাসী ব্যাটিংয়ে স্বদেশী কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ডানহাতি এই পেসার।


ব্যাটিং করতে নেমে জর্জ লিন্ডের প্রথম দুই বলে দুটি ছক্কা হাকান উমেশ। টেস্টে এই রেকর্ড ভারতীয়দের মধ্যে কেবল শচিনেরই আছে। শচিনের পাশে থাকলেন যাদবও।

অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের করা ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েছিলেন লিটল মাস্টার। শচিন, যাদবের আগে কেবল একজনের আছে এই রেকর্ড। 

ক্যারিবিয়ান ব্যাটসম্যান ফফি উইলিয়ামস ১৯৪৮ সালে সর্বপ্রথম এই রেকর্ড গড়েন। ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জিম লেকারের প্রথম দুই বলে দুটি ছক্কা মারেন উইলিয়ামস।

চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে পাঁচটি ছক্কা মেরেছেন যাদব, পাঁচটিই জর্জ লিন্ডের বলে। পরে অবশ্য লিন্ডের বলেই আউট হয়ে ফেরেন তিনি।

রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি এবং অজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে নয় উইকেটে ৪৯৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই উইকেটে ৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।