ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

ভারতের রান পাহাড়ের পর প্রোটিয়াদের ব্যাটিং ধস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:16 রবিবার, 20 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি এবং আজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তারা এখনও ভারতের চেয়ে পিছিয়ে আছে ৪৮৮ রানে।

ভারতের বড় রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার ডিন এলগার। তাঁকে ঋদ্ধিমান সাহার ক্যাচ বানিয়ে আউট করেছেন মোহাম্মদ শামি। ৪ রান করা ডি কককে একই কায়দায় ফিরিয়েছেন উমেশ যাদব। জুবায়ের হামজা ০ এবং ১ রান করে প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি অপরাজিত আছেন।

আগের দিনের ৩ উইকেটে ২২৪ রান নিয়ে ব্যাটিং করতে নেমে দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে আরও যোগ করেছেন ৮২ রান। রাহানে ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৫ রান করে ফিরলে এই দুজনের ২৬৭ রানের জুটি ভাঙে।

রাহানে ফেরার পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৬৪ রানের আরেকটি জুটি গড়েন রোহিত। রোহিত টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়েছেন ২১২ রান করে। জাদেজা খেলেছেন ৫১ রানের ইনিংস। ২৪ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে।

ইনিংসের শেষের দিকে মাত্র ১০ বলে ৩১ তুলে ভারতীয় সমর্থকদের বিনোদন দিয়েছেন উমেশ যাদব। দক্ষিণ আফ্রিকার হয়ে জর্জ লিন্ডে একাই নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট গেছে কাগিসো রাবাদার ঝুলিতে। ১টি করে উইকেট পেয়েছেন এনরিক নর্টজে এবং ডেন পিয়েট।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত (প্রথম ইনিংস):
 ১১৬.৩ ওভারে ৪৯৭/৯ ডিক্লে. (রোহিত ২১২, রাহানে ১১৫; রাবাদা ৩/৮৫, লিন্ডে ৪/১৩৩)

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৫ ওভারে ৯/২ (ডি কক ৪, ডু প্লেসি ১*; যাদব ৪/১, শামি ১/০)