রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

মাঠে ফিরছেন লারা-শচিনরা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:42 মঙ্গলবার, 15 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বীরেন্দর শেবাগ এবং মুত্তিয়া মুরালিধরনদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সড়ক নিরাপত্তার সচেতনতা বৃদ্ধি করার জন্য আয়োজন করা হবে 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ' নামের এই টুর্নামেন্টটি। ভিন্নধর্মী এই আসরে কেবল সাবেক ক্রিকেটাররাই অংশ নেবেন। 

শচিন, লারা, শেবাগ, মুরালিধরনরা ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবেন জ্যাক ক্যালিস, ব্রেট লি এবং শিভনারায়ন চন্দরপলের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। ইএসপিএন ক্রিকইনফোর সূত্রমতে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টটি। 

৫টি দেশের ৫টি দল টুর্নামেন্টটিতে অংশ নেবে। দলগুলো হচ্ছে ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, সাউথ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। ইতোমধ্যে ১১০ জন সাবেক ক্রিকেটার রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করার ব্যাপারে নিশ্চিত করেছেন । 

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়কে নিতে পারবে দলগুলো। এই ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান থাকছে প্রোফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ এবং রোড মহারাষ্ট্র সরকারের রোড সেফটি সেল। 

বিসিসিআইয়ের কাছ থেকে টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে সবুজ সঙ্কেত পেয়েছে আয়োজকরা। খেলোয়াড়দের সব খরচ বহন করবে নিজ নিজ দলগুলো। 

২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তৃতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। ২০১৪ সালে এমসিসির হয়ে রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের বিপক্ষে খেলেন শচিন। এরপর ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে তিনটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস।