নেপাল ক্রিকেট

নেতৃত্ব ছাড়লেন নেপালের অধিনায়ক

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:55 মঙ্গলবার, 15 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরশ খাদকা। সামাজিক যোগাযোগমাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। 

চলতি বছরের জানুয়ারিতে খাদকার নেতৃত্বে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে নেপাল। সেই সিরিজে নেপালের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন খাদকা। এরপর সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি তুলে করেন তিনি। 

খাদকার অধীনে খেলা নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে বিদায়ী অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন। খাদকাকে কিংবদন্তি অধিনায়ক হিসেবে আখ্যা দেন তিনি।

লামিচানে বলেছেন, ‘আমরা অনেক খুশি যে দীর্ঘদিন থেকে আপনাকে নেপালের প্রতিনিধিত্ব করতে দেখছি। আপনি আসলেই একজন কিংবদন্তি, যিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপনি কিংবদন্তি অধিনায়ক।’

সবচেয়ে বেশি সময় ধরে নেপালের অধিনায়কত্ব করেছেন পরশ খাদকা। ২০০৯ সালের নভেম্বরে আইসিসির সহযোগী দেশটির অধিনায়কত্ব পান তিনি। তাঁর অধীনেই ওয়ানডে স্ট্যাটাস লাভ করে নেপাল। 

২০১৮ সালে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায় দেশটি। নেপালের হয়ে ৬টি ওয়ানডে এবং ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন খাদকা। 

ওয়ানডেতে ৩৯.১৬ গড়ে ২৩৫ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। ৩০.৬৯ গড়ে টি-টোয়েন্টিতে ৭০৬ রানের মালিক খাদকা। এই ফরম্যাটে একটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরির করেছেন তিনি।