অ্যাশেজ সিরিজ

হারের চিন্তা একবারও করেনি ইংল্যান্ড

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:56 রবিবার, 25 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লিডস টেস্ট জিততে হলে ক্রিকেটবিশ্বকে খানিকটা চমকে দিতে হবে ইংল্যান্ডকে। এমন পরিস্থিতেও ইংল্যান্ডের জয়ের ব্যাপারে আশাবাদী জো ডেনলি।

ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ৩৫৯ রানের। প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ড অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাতে ইংলিশদের প্রয়োজন আরও ২০৩ রান। হাতে আছে সাত উইকেট। 

'আমি এখনও মনে করি যে আমরা এই ম্যাচে ভালো অবস্থানে আছি। ড্র বা হারের চিন্তা আমরা করিনি। শুর থেকেই জয়ের চিন্তা করেছি। এখন আমদের বিশ্বাসটুকু ধরে রাখতে হবে।' বলেছেন ডেনলি।

ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ১৫৬ রান। চতুর্থ দিন শুরু করবেন অধিনায়ক জো রুট (৭৫*) এবং বেন স্টোকস (২*)। এই দুজনের ব্যাটে পরিপূর্ণ ভরসা ডেনলির।

'নতুন বলে খেলাটা আমাদের জন্য কঠিন হবে- এটা আমিও জানি। কিন্তু আমাদের রুট এবং স্টোকসের মতো দুজন ব্যাটসম্যান আছে। তাঁরা দুজনই বিশ্বমানের। রুট যখনই রান করে তা দলের জন্য দারুণ স্বস্তি। আমাদের এখন তাদের ওপর ভরসা রাখা উচিত।'