সাকিবের ফেরা

সাকিবের সঙ্গ স্বাচ্ছন্দ্য দেয় তাইজুলদের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:39 শুক্রবার, 23 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||   

স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানোর পর বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে খুব বাজে ভাবে হেরেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় এই ভরসা। ওয়ানডেতে সাকিবের সঙ্গে খুব বেশি জুটি বেধে বোলিং করার সুযোগ হয়নি তাইজুল ইসলামের।

তবে টেস্টে নিয়মিতই সাকিবের সঙ্গে জুটি বাধেন এই বাঁহাতি স্পিনার। সাকিব একপ্রান্তে বোলিং করলে অন্য প্রান্তের বোলাররা স্বাচ্ছন্দ্য পান বলে মনে করেন তাইজুল।

এই বাঁহাতি স্পিনার মনে করেন সাকিবের বোলিংয়ের বিপক্ষে ব্যাটসম্যানরা অনেক চিন্তা ভাবনা করেই ব্যাটিং করেন। কারণ সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার।

এ প্রসঙ্গে তাইজুল বলেছেন ‘সাকিব ভাই না থাকলে কাজটা কঠিন হয়ে যায়। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তিনি, অনেক অভিজ্ঞ। একজন ব্যাটসম্যান তাকে খেলার সময় এই বিষয়গুলো মাথায় রেখেই খেলে।'

সাকিব বাংলাদেশ দলে ফিরছেন এটা দলের জন্য ভালো খবর মনে করেন তাইজুল। আসন্ন সিরিজ দুটিতে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের উপস্থিতি দলের অন্য বোলারদের কাজটা সহজ করে দেবে বলেই বিশ্বাস তাইজুলের।

তাইজুলের ভাষ্য, 'তিনি থাকলে আমাদের জন্য ভালো বল করা অনেকটা সহজ হয়ে যায়। তার উপস্থিতি আমাদের কাজটা সহজ করে দেয়। সাকিব ভাই পরবর্তী সিরিজে আমাদের সাথে যোগ দিচ্ছেন যা বাংলাদেশ দলের জন্যই ভালো খবর।’