বিপিএল

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ নির্ধারণ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:25 সোমবার, 19 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর অনুষ্ঠিত হবে নতুন সাইকেলে। আসন্ন এই আসরের অকশন বা প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের মাঝামাঝি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্লেয়ার্স ড্রাফটের আগে চুক্তি নবায়নের জন্য বিপিএলের আগের আসরে অংশ নেয়া দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। তারই অংশ হিসেবে সোমবার তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক করেছে টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল।

বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে আগামী ৬ ডিসেম্বর। ফলে দল গোছানোর জন্য দেড় মাসের মতো সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যেই দলগুলো নিজেদের গুছিয়ে নিতে পারবে বলে আশাবাদী বিসিবির পরিচালক মাহবুব আনাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'অক্টোবরের মাঝামাঝি অকশন বা প্লেয়ার্স ড্রাফট হবে। প্রতিটি দল দেড় মাসের মতো সময় পাবে দল গোছানোর। আজকে তিনটি দল এসেছিলো, তারা দেড় মাসের মধ্যে দল গোছানোর বিষয়ে আশাবাদী। শিগগিরই তাদের সাথে চুক্তি সম্পন্ন করা হবে।'

বিপিএলের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। এখনও দুটি ফ্র্যাঞ্চাইজি ঠিক হয়নি বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তবে অনেকেই বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মাহবুব আনাম।

এ প্রসঙ্গে বিসিবির এই পরিচালকের ভাষ্য, 'আমরা ইউআই ইস্যু করেছিলাম। অনেকে আগ্রহ করে প্রকাশ করেছেন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। চূড়ান্ত হলে জানানো হবে।'