বিপিএল

লভ্যাংশ চাইলে বাড়তি ফি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:25 সোমবার, 19 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের আয় থেকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি লভ্যাংশ দাবি করে, তবে ফ্র্যাঞ্চাইজি ফি বাড়িয়ে দিতে হবে। এমন সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম।


সোমবার গণমাধ্যমকে এনাম বলেন, ‘আমরা যদি লাভের শেয়ার চাই তাহলে তাদের কথা হচ্ছে আমাদের ফ্র্যাঞ্চিইজি ফি আরও বেশি দিতে হবে। এটা যৌক্তিক। 

কেননা আমি যদি লভ্যাংশ নিই, তাহলে আমার ফ্র্যাঞ্চাইজি ফি বাড়তেই পারে। সেটা নিয়ে কথা হয়েছে। কিভাবে আমরা ফি বাড়িয়ে নিয়ে সঠিক মূল্য নিতে পারি।’

বিপিএলের সপ্তম আসরকে ঢেলে সাজাতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। এ কারণে ছোট ছোট অনেক নিয়মও পরিবর্তিত হচ্ছে এবারের বিপিএলে।

যদিও লভ্যাংশের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে এমন নিয়মের ব্যাপারে আভাস দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গভর্নিং কাউন্সিলের যৌক্তিক দাবি মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।