বাংলাদেশ স্কোয়াড

না থেকেও আছেন রাব্বি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:52 মঙ্গলবার, 16 জুলাই, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শ্রীলঙ্কা সফরের জন্য বিবেচনায় ছিলেন ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। তবে তাঁকে ছাড়াই সোমবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূল স্কোয়াডে না থাকলেও মারকুটে এই ব্যাটসম্যানকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বিসিবি। দল ঘোষণার সময় এই খবর নিশ্চিত করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেছেন, 'যেহেতু মিডল অর্ডারে আমরা খুব বেশি পরিবর্তন করিনি। তাই ইয়াসির রাব্বি স্ট্যান্ডবাই হিসেবে আছে।'

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে বাড়তি খেলোয়াড় হিসেবে ছিলেন রাব্বি। তবে কোনো ম্যাচেই খেলার সুযোগ হয়নি তাঁর। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ জয়ের উৎসব মাঠের বাইরে বসেই দেখতে হয় তাঁকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দারুণ ব্যাটিং করে আলোচনায় আসেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিপিএলে ১১ ম্যাচে ৩০৭ রান করেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে তিনটি হাফ সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার।

জাতীয় দলে অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ রাব্বির ক্যারিয়ার। ৬৩টি লিস্ট 'এ' ম্যাচে ৩৮.৮৪ গড়ে এক হাজার ৭০৯ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরির পাশাপাশি ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।