বিশ্বকাপ

অস্ট্রেলিয়া নয়, ওয়াহর সেমির বাজিতে শ্রীলঙ্কা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:46 বুধবার, 19 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করেন, বিশ্বকাপের এবারের আসরে সেমিফাইনাল খেলবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ান শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে ইনিংসের শুরুতে দারুণ ব্যাটিং করেছে লঙ্কানরা।

মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বিপক্ষে প্রথম ১৫ ওভারে কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং বাঁহাতি ওপেনার কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেছিলেন। যা মুগ্ধ করেছে অজি সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

বিশ্বকাপে তাঁর সেরা চার দলের বাকিরা হলো স্বাগতিক ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। ‘যদিও শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে হুমকি হয়ে উঠেনি। তবে প্রথম ১৫ ওভার যেভাবে খেলেছে (অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলে) তা সত্যিই ইতিবাচক একটি দলের জন্য, যারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারতের সাথে সেমিফাইনাল খেলতে পারে।' বলেছেন তিনি।

চলমান এই বিশ্ব আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ১টিতে জয়, ২টিতে পরাজয় ও বাকি ২ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তাদের। ফলে, ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে দলটি।

পয়েন্ট টেবিলে নাজুক অবস্থায় থাকলেও নিজের দেয়া চার সেমিফাইনালিস্টের তালিকায় শ্রীলঙ্কাকে রেখেছেন তিনি। দুর্দান্ত পারফর্মেন্সের পরও ৫ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালিস্টের সম্ভাব্য তালিকা থেকে বাদ দিয়েছেন স্টিভ ওয়াহ।