বিশ্বকাপ

তরুণদের নিয়ে রোডসের নতুন পরিকল্পনা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:16 বৃহস্পতিবার, 13 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

তরুণ ক্রিকেটাররা যেন আরও ভালো পারফর্ম করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। খেলোয়াড়েরা যেন নিজে থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে সেই দিকটি দেখভাল করছেন তিনি। 

আর সেই কারণে খেলা এবং প্রস্তুতির সময় তরুণ খেলোয়াড়দের কাঁধে কিছু দায়িত্ব তুলে দিতে চান বাংলাদেশ কোচ। ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপকালে রোডস জানিয়েছেন দায়িত্ব এবং সিদ্ধান্ত নেয়া শেখার মাধ্যমে একটি আরও ভালো দলে পরিণত হবে বাংলাদেশ,

'কোচ হিসেবে আমার পরিকল্পনা হলো ফিল্ডিং এবং প্রস্তুতির সময় এই ছেলেদের কাঁধে কিছু দায়িত্ব তুলে দেয়া যেন তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং শিখতে পারে। আমি মনে করি এই উপায়ে তরুণ খেলোয়াড়দের আমরা পারফর্ম করাতে পারবো। সকলেই তখন বলবে যে এটি একটি ভালো স্কোয়াড,'  বলেছেন রোডস। 

এক বছর হলো বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভ রোডস। তাঁর দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত ২৫টি ওয়ানডেতে ১৫টি জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। সুতরাং সাফল্যের দিক থেকে বেশ সফলই বলা চলে রোডসকে।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর অবশ্য নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা অবস্থায় আছে মাশরাফির দল। 

আগামী ১৭ই জুন উইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে তাই জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তমে অবস্থান করছে বাংলাদেশ।