বিশ্বকাপ

আত্মতৃপ্তিতে ভুগছে না নিউজিল্যান্ড

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:47 বুধবার, 12 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ স্বস্তিতে আছে নিউজিল্যান্ড। তবে এখনই তাঁরা আত্মতৃপ্তিতে ভুগছে না বলে জানিয়েছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর।

নিজেদের প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে কেন উইলিয়ামসনের দল। ভালো ভাবে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করাই লক্ষ্য নিউজিল্যান্ডের, এমনটাই জানিয়েছেন টেইলর।

'আমি পাঁচ-ছয়টি দলের কথা বলতে পারি যারা ভালো খেলছে। আমার মতে, এটা অনুমান করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাতটি দল এখনও লড়াইয়ে আছে। গ্রুপ পর্বের শেষ পর্যন্ত যদি ভালো ভাবে যেতে পারেন তবে, সেমি ফাইনালে যাওয়া সম্ভব।'

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য পূরণ করতে পারলে শিরোপা জিততে আর মাত্র দুটি জয় প্রয়োজন হবে। ফলে সামনের চ্যালেঞ্জগুলোর জন্য নিজেদের তৈরি করছে নিউজিল্যান্ড দল।

'আপনি শীর্ষে থাকেন কিংবা চার নম্বরে থাকেন, কাপ জিততে আপনার দুটি জয় লাগবে। দিন শেষে আমরা তিন ম্যাচের তিনটিতেই জিতেছি। আমরা যেখানে আছি তা নিয়ে আনন্দিত। আমরা জানি সামনে আমাদের কিছু বড় চ্যালেঞ্জ আছে।'

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ট্রেন্টব্রিজে ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে কেবল এই দুটি দল। ফলে, উত্তেজনাপূর্ণ এই ম্যাচের অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা।