ইংল্যান্ড ক্রিকেট

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:31 সোমবার, 20 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ উপলক্ষে এরইমাঝে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড। এবার সেই স্কোয়াডে তিনটি পরিবর্তন আসতে পারে, এমনটা দাবী করছে ইংল্যান্ডের গণমাধ্যমগুলো।

সোমবার বিকেলে নির্বাচকমণ্ডলীর সঙ্গে সভায় বসবেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস এবং অধিনায়ক ইয়ন মরগান। ১৭ জন ক্রিকেটার থেকে ১৫ জনকে নিশ্চিত করবেন তাঁরা।

এরপর মঙ্গলবার সকালে ঘোষণা করা হতে পারে বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড। আনন্দবর্ধক ড্রাগস নেওয়ায় ইতিমধ্যেই স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন দলের ওপেনার অ্যালেক্স হেলস। 

তাঁর জায়গায় দলে স্থান পেতে পারেন ওপেনার জেমস ভিন্স, এটা অনেকটাই নিশ্চিত। এছাড়া কিছুদিন আগে অভিষেক হওয়া জফরা আর্চারকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে ইংলিশ মিডিয়ায়।

সেক্ষেত্রে আর্চারকে জায়গা ছেড়ে দিতে হতে পারে পেসার ডেভিড উইলিকে। এছাড়া জো ডেনলির জায়গায় দলে অন্তর্ভুক্তি হতে পারে লিয়াম ডওসনের। হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লিয়াম ডওসন।

২৯ বছর বয়সী বাঁহাতি এই স্পিন বোলিং অলরাউন্ডার হ্যাম্পশায়ারের হয়ে নয় ম্যাচে উইকেট নিয়েছেন ১৮ টি এবং রান করেছেন ২৭৪, যা তাঁকে নির্বাচকমণ্ডলীর সুনজরে নিয়ে এসেছে।

এমনিতেই শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলের পাইপলাইন যথেষ্ট সমৃদ্ধ। এখান থেকে ১৫ জন ক্রিকেটারকে বাছাই করা কতোটা কঠিন সেটা স্বীকার করেছেন কোচ বেইলিসও।

'এটা খুবই কঠিন সিদ্ধান্ত। যে বাদ পড়বে তাঁর জন্যে সবার খারাপ লাগবে। আমাদের সামনে ১৭ জন ক্রিকেটার আছেন। মরগান এবং আমি তাঁদের যে কাউকে স্কোয়াডে পেলে খুশি হবো।' 

প্রাথমিক পর্যায়ে ঘোষিত ইংল্যান্ডের বিশ্বকাপ দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জশ বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।