বিপিএল

বিপিএলের সপ্তম আসরের দিনক্ষণ চূড়ান্ত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:03 রবিবার, 12 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের পর্দা উঠছে আগামী ৪ ডিসেম্বর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামী ৬ ডিসেম্বর মাঠের লড়াই শুরু হবে বিপিএলের।

সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল একথা জানিয়েছেন। নভেম্বরের শেষে ভারত সফর থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপরই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

‘নভেম্বরের শেষে বাংলাদেশ দল ভারত সফর থেকে আসবে। দল দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নেবে। ৪ ডিসেম্বর আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। আর ৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে।'

প্রথম তিন আসরে জমকালো স্টেজ পারফরম্যান্স, আতশবাজীর ঝলকানি ও লেজার লাইটের বর্ণালী আলোয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল।

তবে শেষ তিনটি আসরে সময় স্বল্পতা ও বিভিন্ন কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। এবার সপ্তম আসরকে সামনে রেখে সেই অপূর্ণতা ঘুচানোর পরিকল্পনা করেছে বিসিবি।

'গত তিনটি আসরে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে মানে বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে বা রাজনৈতিক সংকট না এলে ওই সময়ের মধ্যেই বিপিএল শুরু করে দেব। ৭ ফ্র্যাঞ্চাইজিকে আমরা ইতোমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠিয়েছি।'