ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ

মিতব্যয়ী বোলিং জাহানারার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:31 শনিবার, 11 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জয়পুরে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে খেলতে নেমেছে মিতালি রাজ- জাহানারা আলমের ভেলোসিটি এবং হারমানপ্রিত করের সুপারনোভাস। ভেলোসিটির ছুঁড়ে দেওয়া ১২২ রানের লক্ষ্যে ব্যাট করছে সুপারনোভাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত সুপারনোভাসের সংগ্রহ ৯.২ ওভারে ৪৯ রান। বাংলাদেশি পেসার জাহানারা আলম এখন পর্যন্ত এক ওভার করেছেন। একমাত্র ওভারে মাত্র এক রান দিয়েছেন তিনি। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২১ রান করেছে ভেলোসিটি। সুষমা বার্মা ও অ্যামিলা করের দায়িত্বশীল ব্যাটিংয়ে এমন লক্ষ্য পেয়েছে দলটি।

দলীয় ৩৭ রানেই পাঁচ উইকেট হারায় ভেলোসিটি এরপরে ৭১ রানের জুটি গড়েন সুষমা ও অ্যামিলা। অ্যামিলা ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। সুষমা করেন ৩২ বলে অপরাজিত ৪০ রান।

সুপারনোভাসের হয়ে ২১ রান খরচায় দুটি উইকেট নেন লি তাহুহু।

সুপারনোভাসঃ- প্রিয়া পুনিয়া, চামারি আতাপাত্তু, জেমিমাহ রডরিগুয়েজ, হারমানপ্রিত কর (অধিনায়ক), নাটালাই স্কাইভার, সোফি ডিভাইন, লি তাহুহু, তানিয়া ভাটিয়া, অনুজা পাতিল, পুনম যাদব, রাধা যাদব।

ভেলোসিটিঃ- হাইলি ম্যাথিউস, শেফালী ভার্মা, ড্যানিয়েল ওয়াট, মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি, সুষমা বার্মা, শিখা পান্ডে, জাহানারা আলম, অ্যামিলা কর, কমাল জানজাদ, একতা বিস্ট।