ডিপিএল

মারুফের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:44 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

রূপগঞ্জঃ ২২৪/৩, ৪৩ ওভারে

মেহেদি মারুফ ১০৪*, নাঈম ইসলাম ৬*; মইনুল ইসলাম ৩/৩৩, মোসাদ্দেক ইফতেখার ০/১১

মারুফের টানা দুই শতকঃ ৪৩তম ওভারের প্রথম বলে রবিউল ইসলামকে চার মেরে দুর্দান্ত এক শতক হাঁকান ডানহাতি ব্যাটসম্যান মেহেদি মারুফ। ১২৬ বল খেলেছেন তিনি শতক হাঁকাতে। আটটি চার এবং দুটি ছয়ে সাজানো ছিল তাঁর এই ইনিংস। লিস্ট 'এ' ক্রিকেটে এটি মারুফের ষষ্ঠ শতক।

এর আগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকান এই ওপেনার। সেই ম্যাচে ১৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

এদিকে মারুফের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের প্রহর গুনছে রূপগঞ্জ। ৪৩ ওভার শেষে তাদের সংগ্রহ ২২৪, তিন উইকেটের বিনিময়ে। জয়ের জন্য প্রয়োজন ৪২ বলে ৪১ রান। 

মারুফের অর্ধশতকঃ ৭৩ বলে ৭২ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈমের বিদায়ের পর দলকে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে নেন মেহেদি মারুফ এবং মমিনুল ইসলাম। লিস্ট 'এ' ক্রিকেটের ১৮তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। বর্তমানে ব্যাটিং করছেন আশির ঘরে।

ইনিংস বড় করতে ব্যর্থ হন মমিনুল। ৩৭ বলে ২৬ রানের ইনিংস খেলে মইনুল ইসলামের বলে সাজঘরের পথ ধরেন এই বাঁহাতি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিঃ খেলাঘরের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন রূপগঞ্জের দুই ওপেনার মোহাম্মদ নাঈম এবং মেহেদি মারুফ। ইনিংসের ২৩তম ওভারে তাঁদের অসাধারণ ব্যাটিংয়ে দলীয় শতরান অতিক্রম করেছে রূপগঞ্জ।

ব্যাট হাতে প্রায় একশ স্ট্রাইক রেটে রান তুলে নিয়ে ইতিমধ্যে লিস্ট 'এ' ক্রিকেটের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়েছেন নাঈম। বর্তমানে ৬৯ রানে উইকেটে আছেন এই ব্যাটসম্যান। অন্য প্রান্তে ধীরে এগোচ্ছেন মারুফ। ৬৮ বলে ৩১ রানে ব্যাটিং করছেন তিনি।