আইপিএল

আইপিএলে বিশেষ সুবিধা পাচ্ছেন মুসলিম ক্রিকেটাররা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:33 রবিবার, 24 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুসলিম ক্রিকেটাররা বিশেষ সুযোগ পাচ্ছেন। অনেক দলেরই স্পন্সর হয়েছে বিভিন্ন মদের কোম্পানি। ফলে লগো সম্বলিত থাকে দলের জার্সিতে। মুসলিম খেলোয়াড়রা চাইলে মদের ব্র্যান্ডের লগো ছাড়া জার্সি পড়তে পারবেন।

ইসলামে মাদক দ্রব্য হারাম এবং এর প্রচার করাও হারাম। ফলে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে এসবের লগো সম্বলিত জার্সি পড়া থেকে বিরত থাকেন। মূলত তাদের কথা ভেবেই এই সুবিধা দিচ্ছে আইপিএল।

আইপিএলের তারকা সমৃদ্ধ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের দলে এই সুবিধা পাচ্ছেন দুই মুসলিম ক্রিকেটার অলরাউন্ডার মঈন আলী ও পেসার মোহাম্মদ সিরাজ।

'মঈন আলী আমাদের হয়ে খেলছে, তাঁর সঙ্গে আছে মোহাম্মদ সিরাজ। মুসলিম ক্রিকেটাররা সাধারণত মদ এবং তামাক প্রচারের বিরুদ্ধে থাকে। এই বছরও একই রকম। আমরা ধর্মীয় সংবেদনশীলতা সম্পর্কে খুব সচেতন এবং তাদের বিশ্বাসের কথা মনে রেখে আমরা তাদের অনুরোধ গ্রহণ করেছি।'

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ জানিয়েছেন, তারা এখনও কোনো খেলোয়াড়ের কাছ থেকে এরকম কোনো অনুরোধ পাননি। তবে খেলোয়াড়রা চাইলে তারা এই সুবিধা নিতে পারবেন।

'আমরা এখন পর্যন্ত কোনো অনুরোধ (মদের লগো না পড়ে খেলার) পাইনি। এই সিদ্ধান্ত খেলোয়াড়দের উপর। তারা যদি চায় মদের ব্র্যান্ডের লগো পড়ে খেলবেনা, তাহলে তারা সেটা পারবে।'

আইপিএলের দুই দল সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ক্রিকেটার রয়েছেন। রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), খালীল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান। পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামী, মুজিব উর রহমান (আফগানিস্তান) এবং সরফরাজ খান।