অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

প্রথমবারের মত বিশ্বকাপে নাইজেরিয়া

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:48 রবিবার, 24 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

নামিবিয়াতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে  সিয়েরা লিয়নকে ২ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া।  

ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে নাইজেরিয়ার সামনে ১৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো সিয়েরা লিয়ন। এরপর ব্যাটিং করতে নেমে ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিলো নাইজেরিয়া। তবে এরপর পিটার আহোর ২১ রানে ভর করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে সক্ষম হয় দলটি। 

এরই সাথে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে পা রাখার গৌরব অর্জন করলো নাইজেরিয়া। দলকে দুর্লভ একটি জয় এনে দেয়ায় ম্যাচ সেরা হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান আহো। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দারুণ পারফর্ম করেছিলেন ১৬ বছর বয়সী এই তরুণ। শিকার করেছিলেন ৪৯ রানে ২ উইকেট। আহো ছাড়াও আইসাক ডানলাডি ২৫ রান করেছেন। 

সিয়েরা লিয়নের পক্ষে ওসমান সানকোহ ১৩ রানে নিয়েছেন ৩টি উইকেট। অপরদিকে ২টি করে উইকেট নিয়েছেন জর্জ এনগেগবা এবং স্যামুয়েল কনটেহ। নামিবিয়ার অ্যাফিস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিয়েরা লিয়নের অধিনায়ক এনগেগবা। 

এরপর ব্যাটিং করতে নেমে নাইজেরিয়ার দারুণ বোলিংয়ে মাত্র ৩৭.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন হারোন কামারা। এছাড়াও ২৪ রান এসেছে ওসমান সানকোহর ব্যাট থেকে। নাইজেরিয়ার পক্ষে পিটার আহো ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ তাইও, সিলভেস্টার অকপে এবং আব্দুল রহমান জিমো। 

উল্লেখ্য টুর্নামেন্টে ৫ ম্যাচের সবকয়টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া।