ডিপিএল ২০১৯

আবাহনীর খুঁত ধরিয়ে দিলেন সুজন

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 15:00 বৃহস্পতিবার, 21 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শক্তিশালী দল হলেও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নয় আবাহনী। এখন পর্যন্ত টপ অর্ডার থেকে আশানুরূপ পারফর্মেন্স পায়নি দলটি। প্রাইম ব্যাংকের বিপক্ষে লীগের পঞ্চম ম্যাচে টপ অর্ডার থেকে বড় রানের প্রত্যাশা দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের। 

এখন পর্যন্ত চার ম্যাচে একটি সেঞ্চুরি এসেছে আবাহনী ক্যাম্প থেকে। বিকেএসপির বিপক্ষে জহুরুল ইসলাম অমি সেঞ্চুরি হাঁকালেও ওয়াসিম জাফর ও নাজমুল ইসলাম শান্ত সেঞ্চুরির সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন শাইনপুকুর ও উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের ভাষায়, 'বড় রান হচ্ছে না। টপ অর্ডার থেকে লম্বা রান হচ্ছে না। লাস্ট ম্যাচে ওয়াসিমের ৭৪, অমি এক ম্যাচে একশ করল। টপ অর্ডারে একশটা খুব প্রয়োজন। উপরে কেউ যদি বড় ইনিংস খেলে তাহলে সহজ হয়ে যায় আমাদের মিডেল অর্ডারের জন্য। 

'কারণ আমাদের মিডেল অর্ডার অনেক শক্তিশালী মোসাদ্দেক, মিঠুন ও সাব্বির আছে। তিনজনই দারুণ প্লেয়ার। তো টপ অর্ডার থেকে যদি রান হয় তাহলে সবার জন্য সহজ হয়ে যাবে।'

টপ অর্ডার ব্যাটিং ব্যতীত এখন পর্যন্ত সব বক্সেই টিক চিহ্ন পড়েছে আবাহনীর। যার কারণে সুযোগ পেয়েও তিনশ ছাড়ানো স্কোর পায়নি ধানমন্ডির জায়ান্টরা। ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফর ছাড়াও সৌম্য সরকার, নাজমুল ইসলাম শান্তদের কাছে বড় ইনিংসের দাবি রাখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

'উপর দিকে রান হচ্ছে, কিন্তু আশানুরূপ হয়নি। যেই রকম প্লেয়ার আছে, সৌম্য আছে, জাফর, অমি, শান্ত, এরা সবাই বড় রান করার প্লেয়ার। একটা একশ ছাড়া ওইরকম কোনো একশ হয়নি। আশা করছি টপ অর্ডার থেকে বড় রান হবে, এটাই আশা করছি।'