জিম্বাবুয়ের সিরিজ সূচি

জিম্বাবুয়ের ব্যস্ত সূচি শুরু হচ্ছে এপ্রিলে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:52 সোমবার, 18 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

চলতি বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। এপ্রিল থেকে ব্যস্ত সূচি শুরু হচ্ছে দলটির। তারা ঘরের মাঠে আতিথ্য দিবে আরব আমিরাতকে।

এরপর জিম্বাবুয়ে ক্রিকেট দল নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড সফর করবে। কদিন পরেই ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের মৌসুম শুরু করবে রেডিশিয়ানরা।

আসন্ন এই সিরিজে চারটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২, ১৪ ও ১৬ই এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। আগামী ৬ এপ্রিল জিম্বাবুয়েতে পা রাখবে আরব আমিরাত দল।

এরপর একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেয়ার কথা রয়েছে তাদের। প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ওল্ড হারারিয়ান স্পোর্টস ক্লাব। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ে দল নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড সফরে যাবে।

আসন্ন এই সফরে তারা দুইটি ওয়ানডে ও দুইটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ই জুন। টি-টুয়েন্টি ম্যাচ দুটির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ও ২৫ই জুন।

আয়ারল্যান্ড সফরে জিম্বাবুয়ে দল ৩টি ওয়ানডে ম্যাচ ও সমান সংখ্যক টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। আইরিশদের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ শুরু হবে আগামী ১ জুন। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ই জুন।