আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ

রহমত-শহিদির ব্যাটে চালকের আসনে আফগানিস্তান

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:47 শনিবার, 16 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারলয়ান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে আফগানিস্তান। তবে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দলটির ব্যাটসম্যান রহমত শাহ। তাছাড়া শহিদি ও আসগরের অর্ধশতকে দ্বিতীয় দিনেই চালকের আসনে বসেছে আফগানরা।

এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে দিয়েছে আয়ারল্যান্ড। ২২ রানে ১ উইকেট হারিয়ে তারা দিন শেষ করেছেন। দিনের শেষ বেলায় আয়ারল্যান্ড তাদের ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডের উইকেট হারিয়েছে।

তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। পোর্টারফিল্ড ফিরে গেলেও বাকি সময়টা দেখে শুনে পাড়িয়ে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান পল স্টার্লিং ও অ্যান্ডি বালবিরনি। স্টার্লিং ৮ ও বালবিরনি ১৪ রানে ব্যাট করছেন। 

এর আগে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৯০ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রহমত ও শাহিদির ব্যাটে রান বাড়িয়েছে দিনের শুরুতে।

প্রথম সেশনে তারা যোগ করেছেন ৬৭ রান। দ্বিতীয় সেশনে শহিদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে রহমতের সাথে তাঁর ১৩০ রানের জুটি ভাঙনে অ্যান্ডি ম্যাকব্রেইন। শহিদি ১৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলে ফিরেছেন।

২১৪ বলে ৯৮ রান করে আউট হয়েছেন রহমত। তিনি আইরিশ বোলার টিম মুরতাঘকে মারতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন তিনি। এরপর অধিনায়ক আসগর আফগান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।

দলের বড় লিড নিশ্চিত করে দিয়ে আসগর আউট হয়েছেন ৬৭ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কায়। ফলে আফগানিস্তানের ইনিংস থামে ৩১৪ রানে। আয়ারল্যান্ডের হয়ে স্টুয়ার্ট টম্পসন ৩ উইকেট নেন ২৮ রানে। দুটি করে উইকেট নেন ম্যাকব্রেইন ও জেমস ক্যামেরন-ডাউ।

সংক্ষিপ্ত স্কোরঃ

আয়ারল্যান্ড ১ম ইনিংসঃ ৬০ ওভারে ১৭২ (পোর্টারফিল্ড ৯, স্টার্লিং ২৬, বালবার্নি ৪, ম্যাককলাম ৪, কেভিন ও’ব্রায়েন ১২, পয়েন্টার ০, টমসন ৩, ডকরেল ৩৯, ম্যাকব্রাইন ৩, ক্যামেরন-ডাউ ৯, মারটাঘ ৫৪*; ইয়ামিন ৩/৪১, ওয়াফাদার ০/৩১, নবি ৩/৩৬, রশিদ ২/২০, ওয়াকার ২/৩৫)।

আফগানিস্তান ১ম ইনিংসঃ (আগের দিন শেষে ৯০/২) ১০৬.৩ ওভারে ৩১৪ (রহমত ৯৮, শাহিদি ৬১, আফগান ৬৭, নবি ০, ইকরাম ৭, রশিদ ১০, আহমাদজাই ২, ওয়াফাদার ৬, সালামখেলি ১*; মুরতাঘ ১/৩৩, ম্যাকব্রেইন ২/৭৭, ক্যামেরন-ডাউ ২/৯৪, টম্পসন ৩/২৮, ডকরেল ২/৬৩, ও’ব্রায়েন ০/১১)

আয়ারল্যান্ড ২য় ইনিংসঃ ১২ ওভারে ২২/১ (পোর্টারফিল্ড ০, স্টার্লিং ৮*, বালবিরনি ১৪*; আহমেদজাই ১/৯, নবি ০/৬, রশিদ ০/৭, সালামখেলি ০/০)