বিপিএল ৬

রংপুর শিবিরে ডি ভিলিয়ার্স

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:04 বৃহস্পতিবার, 17 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আজ সকালে বিপিএল খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। 

সিলেট পর্বে রংপুরের হয়ে ১৬ই জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচটিতেই অবশ্য খেলার কথা ছিলো ডি ভিলিয়ার্সের। তবে একদিন দেরিতে আসায় আগামী ১৯শে জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে রংপুরের একাদশে দেখা যেতে পারে তাঁকে।  

এই প্রথমবারের মতো বিপিএলের ময়দানে আগমন ঘটলো ডি ভিলিয়ার্সের। সবকিছু ঠিক থাকলে সিলেটের মাটিতেই বিপিএল অভিষেক হতে যাচ্ছে প্রোটিয়া এই হার্ডহিটারের।

এদিকে ডি ভিলিয়ার্স যোগ দেয়ায় আরও শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে রাইডার্সদের। মাশরাফি বিন মর্তুজার দলটিতে এখন রয়েছেন টি টুয়েন্টির আরেক বিস্ফোরক ব্যাটসম্যান ক্যারিবিয়ান ক্রিস গেইল। 

পাশাপাশি অ্যালেক্স হেলস, রাইলি রুশো, রবি বোপারা, শন উইলিয়ামস, শেল্ডন কট্রেলদের মতো বিশ্বমানের ক্রিকেটাররাও প্রতিনিধিত্ব করছেন রংপুরের হয়ে।

এখন পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে আছে মাশরাফির দল। ডি ভিলিয়ার্স আসায় এবার নিজেদের অবস্থান সুগঠিত করতে পারবে তারা বলে আশা করা যাচ্ছে।     

রংপুর রাইডার্স স্কোয়াডঃ  

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।