বিপিএল

স্পিনারদের কৃতিত্ব দিলেন ইমরুল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:03 মঙ্গলবার, 15 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

সিলেট সিক্সার্সকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়ে ১১.১ ওভারে সেই লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বোলারদের পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে হেসেখেলে জয় পেয়েছে কুমিল্লা।

ম্যাচ শেষে জয়ের জন্য স্পিনারদের কৃতিত্ব দিয়েছেন দলটির অধিনায়ক ইমরুল কায়েস। মেহেদী ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। অন্যদিকে ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়া লিয়াম ডসন আড়ালে।

অবশ্য ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন ইমরুল। তাছাড়া, আজ সিলেটে পা দিয়েই বল হাতে আগুন ঝড়িয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। তাকেও কৃতিত্ব দিতে ভুলেননি ইমরুল।

'এটা সম্পূর্ণ একটি দলগত প্রচেষ্টা ছিল। সব কৃতিত্ব দিতে হবে স্পিনারদের। মেহেদী এবং ডসন দুজনই দুর্দান্ত বোলিং করেছে। ওয়াহাব আজকে এসেছে এবং সরাসরি খেলায় নেমেছে। সব মিলিয়ে আমাদের বোলাররা দারুণ কাজ করেছে।'

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন এনামুল হক বিজয়। এরপর তামিমও ফিরেছেন রানের খাতা খোলার আগেই। সেখান থেকে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ইমরুল ও শামসুর। ম্যাচ শেষে নিজেদের পরিকল্পনার কথা খোলাসা করেছেন তিনি।

'আমি জানতাম আমি যদি কিছুক্ষণ থাকতে পারতাম তবে কাজটা সহজ হয়ে যাবে শেষ করা। আমি শামসুরকে বলেছিলাম তার স্বাভাবিক খেলাটা খেলতে। যখন আপনি ম্যাচ জিতবেন এটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।'