পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

পাকিস্তানকে অস্ট্রেলিয়ার 'না'

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:02 সোমবার, 14 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রবিবার ক্রিকেট অস্ট্রলিয়া থেকে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানানো হয়েছিল। এই ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে এখনও সফরটির ব্যাপারে আশাবাদী তাঁরা। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে খোলামেলা কথাবার্তা চালিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু পাকিস্তানের গিয়ে খেলার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার উসমান খাওয়াজা এবং অ্যারণ ফিঞ্চ।  

পাকিস্তানের মাটিতে না খেললেও মার্চ-এপ্রিলে সিরিজটি আরব আমিরাতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজের পর ফের কোন সিরিজ আয়োজন করলে তখন পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার বিষয়টি বিবেচনা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হয়েছে,

'এই মুহূর্তে আমরা দ্বিপাক্ষিক সিরিজটি পাকিস্তানে যেয়ে খেলতে অসম্মতি জানাচ্ছি। সিরিজ যেখানে হওয়ার কথা ছিল দুবাইয়ে আপাতত সেখানেই অনুষ্ঠিত হোক। 

'পরবর্তী কোন সিরিজ যদি আয়োজন করা হয় তখন আমরা পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে বিবেচনা করব। কিন্তু পাকিস্তানের খেলার বিষয়টি বন্ধ হয়ে যায়নি একবারে।'

১৯৯৮ সালের পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যায় নি অস্ট্রেলিয়া। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে দুবাইয়ে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সিরিজটির মধ্যে দুটি ওয়ানডে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিল পাকিস্তান।