বিপিএল ২০১৯

জয়ের খোঁজে মুখোমুখি খুলনা-চিটাগাং

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:13 শুক্রবার, 11 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) জয়ের খোঁজে শনিবার মাঠে নামছে চিটাগাং ভাইকিংস এবং খুলনা টাইটান্স। চিটাগাংয়ের লক্ষ্য জয়ের ধারায় ফেরা আর খুলনার লক্ষ্য আসরের প্রথম জয় তুলে নেয়া। এই সমীকরণ মাথায় নিয়েই শনিবার দুপুর দেড়টায় মাঠে নামবে দু'দল। 

এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি খুলনা টাইটান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি আসরের শুরুতে তারকা সম্পন্ন দল সাজালেও তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। যেকারণে চিটাগাংয়ের বিপক্ষে তাদের জয় ছাড়া কোন বিকল্প নেই।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে খুলনার একাদশে পরিবর্তন আসারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনতে পারে টাইটান্স টিম ম্যানেজমেন্ট। এছাড়া গেল ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা উইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে একাদশে রাখতে পারে খুলনা। গেল ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেন নি তিনি।

অন্যদিকে দলে তেমন কোন তারকা সম্পন্ন খেলোয়াড় না থাকলেও আসরের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল মুশফিকুর রহিমের দল। পরের ম্যাচে অবশ্য সিলেটের বিপক্ষে হারলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল দলটি।

তাই এই ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরতে চাইবে চিটাগাং। দলের পেস বোলিং অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্ক দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন। ফ্রাইলিঙ্কের পাশাপাশি সিকান্দার রাজা, মোহাম্মদ শেহজাদ এবং মুশফিকুর রহিমের মত ব্যাটসমানরা রয়েছেন চিটাগাংয়ের ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য।

তারকা সম্পন্ন খেলোয়াড় দলে থাকার পরও আসরে কোন জয় না পাওয়া খুলনা আত্মবিশ্বাসের দিক দিয়ে চিটাগাংয়ের চেয়ে পিছিয়ে থাকবে। আর রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে জয় এবং সিলেটের বিপক্ষে দলের পারফর্মেন্স খুলনার বিপক্ষে চিটাগাংকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

নজরে থাকবেন যারাঃ

মাহমুদুল্লাহ রিয়াদঃ এবারের আসরে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেন নি খুলনা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। গেল দুই আসরে খুলনার পক্ষে দারুণ পারফর্ম করা এই ব্যাটসম্যান অবশ্যই চাইবেন চিটাগাংয়ের বিপক্ষে রানে ফিরতে। সেই সঙ্গে বল হাতেও কার্যকরী তিনি। সব মিলিয়ে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামার দিন খুলনার মূল হাতিয়ার হিসেবে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

রবার্ট ফ্রাইলিঙ্কঃ দক্ষিন আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার আসরের দুই ম্যাচেই বল হাতে দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন। প্রথম ম্যাচে রংপুরের টপ অর্ডারে একাই ধ্বস নামিয়েছিলেন তিনি। পরের ম্যাচেও সিলেটের টপ অর্ডারে বড় আঘাত হেনেছিলেন এই প্রোটিয়া। তাই মুশফিকুর রহিম চাইবেন আত্মবিশ্বাসের দিক দিয়ে পিছিয়ে থাকা খুলনার টপ অর্ডারেও এই পেসারকে দিয়ে তাদের ব্যাকফুটে ঠেলে দিতে।  

খুলনা টাইটান্স স্কোয়াডঃ 

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর, পল স্টার্লিং, ডেভিড ভিসে।

চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ 

মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজিবুল্লাহ জাদরান,  নাঈম হাসান, নিহাদুজ্জামান, রবিউল হক, লুক রঙ্কি, সাদমান ইসলাম, দাশুন শানাকা, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।