দক্ষিণ আফ্রিকা- পাকিস্তান সিরিজ

হোয়াইটওয়াশের মিশনে নামছে প্রোটিয়ারা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:30 বৃহস্পতিবার, 10 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জোহানেসবার্গে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর দুই টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে জিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্টে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে আছে তাঁরা। এছাড়া সামনের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবে প্রোটিয়ারা।   

সেই সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করার অগ্রিম হুংকারও দিয়ে রাখলেন প্রোটিয়াদের কোচ ওটিস গিবসন। জোহানেসবার্গ টেস্টের আগের দিন জানান,

'আমাদের শুধু এই সিরিজের তিনটি ম্যাচ জেতার উদ্দেশ্য নয়। শ্রীলংকার সাথে আমরা দুটো টেস্ট খেলব। সেখানেও সবগুলো জিততে চাই।'

সিরিজের প্রথম দুই টেস্টে নাজেহাল অবস্থা ছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপের। এই ম্যাচের উইকেট কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পাকিস্তানকে। দলের ব্যাটসম্যান আজহার আলী জানিয়েছেন এমনটাই। আজহার জানান,

'আমি মনে করি এই উইকেট অন্য দুটো টেস্টের উইকেট থেকে অনেক ভালো। যদিও উইকেটে ঘাস আছে, কিছু ফাটলও আছে। আশা করব সেঞ্চুরিয়ন এবং কেপটাউনের মতো দ্রুত সময়ে এখানে সুইং ধরবে না।'

এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলবেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিবেন ওপেনার ডিন এলগার। এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হতে পারে ডান হাতি ব্যাটসম্যান জুবায়ের হামজার।

এদিকে বাজে ফর্মের কারণে পাকিস্তান দলের হয়ে নাও খেলতে পারেন ওপেনার ফখর জামান। তাঁর জায়গায় ফাহিম আশারাফ খেলতে পারেন পাকিস্তান দলে।

সম্ভাব্য একাদশঃ-

দক্ষিণ আফ্রিকাঃ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, হাশিম আমলা, থিউনিস ডি ব্রুইন, তেম্বা বাভুমা, জুবায়ের হামজা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, ডুয়ান অলিভিয়ের/ কেশভ মহারাজ।

পাকিস্তানঃ- ইমাম উল হক, শান মাসুদ, আজহার আলী, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইয়াসির শাহ/ শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি/ হাসান আলী।