ভারত বনাম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

বিশ্রামে বুমরাহ, অভিষেকের অপেক্ষায় সিরাজ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:14 মঙ্গলবার, 08 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে জানুয়ারি- ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে পেস তারকা জাসপ্রিত বুমরাহকে। অপরদিকে ২৪ বছর বয়সী মোহাম্মদ সিরাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। 

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী ডানহাতি পেসার সিরাজ ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে নিজেকে একজন কার্যকরী বোলার হিসেবে প্রমাণ করেছেন। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা সিরাজ এখন পর্যন্ত ৩১টি লিস্ট 'এ' ক্রিকেট ম্যাচ খেলে শিকার করেছেন ৫৬টি উইকেট।

অপরদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ২৫টি ম্যাচে ১১২ উইকেট নিয়েছেন তিনি। সুতরাং বুমরাহর যোগ্য বদলি হিসেবেই তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। 

উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ফেব্রুয়ারি-মার্চে নিজেদের মাটিতে ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই দুই সিরিজকে সামনে রেখেই মূলত টানা খেলার মধ্যে থাকা বুমরাহকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

অজিদের বিপক্ষে গত চার ম্যাচের টেস্ট সিরিজে ১৫৭.১ ওভার বোলিং করেছিলেন ডানহাতি এই পেসার। যা ছিলো পেসার হিসেবে চার ম্যাচের সিরিজে সর্বোচ্চ ওভার বোলিং করার রেকর্ড। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় ওয়ানডে স্কোয়াডঃ 

ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি।