বিগ ব্যাশ লিগ ২০১৮

বেনক্রফটের সাথে পার্থের ঘুরে দাঁড়ানোর মিশন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:02 বুধবার, 02 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফিরে বিগ ব্যাশে পার্থ স্কোর্চার্সের হয়ে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন ক্যামেরন বেনক্রফট। বুধবার নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তিনি।

এই ম্যাচে তাঁর দলের প্রতিপক্ষ সিডনি থান্ডার। সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়। 

বিগ ব্যাশের এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না পার্থের। চার ম্যাচ খেলে তারা মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। ৮ দলের মধ্যে তাদের অবস্থান ৭ নম্বরে। 

ফলে বেনক্রফটের রানে ফেরার সাথে পার্থের জয়ের ধারায় ফেরার মিশন থাকবে এই ম্যাচে। পরিসংখ্যান অবশ্য পার্থের হয়েই কথা বলছে।

দুই দল এখন পর্যন্ত একে অপরের মোকাবেলা করেছে ৭বার। এর মধ্যে ৫ বারই জয় পেয়েছে পার্থ। বাকি দুটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে সিডনি।

অবশ্য সবশেষ দেখায় জয়টি সিডনিরই। শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা পার্থকে হারিয়েছিল ৩ রানের ব্যবধানে। এই জয়টিই বুধবারের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে সিডনিকে।

সিডনি থান্ডার স্কোয়াডঃ কুরটিস প্যাটারসন, জস বাটলার, শেন ওয়াটসন, কেলাম ফার্গুসন, বেন রোহেরার, অর্জুন নাইয়ার, রায়ান গিবসন, ক্রিস গ্রিন, গুরিন্দার সন্ধু, মিচেল ম্যাকলেনেঘান, ফাওয়াদ আহমেদ, এইডেন ব্লিজার্ড, লিয়াম হ্যাচার, অ্যান্ড্রু ফেকেট, জয় লেনটন, কেরোড হোয়াইট, আলিস্টার ম্যাকডারমট, জেক ডরান

পার্থ স্কোর্চার্স স্কোয়াডঃ মিচেল মার্শ (অধিনায়ক), জোশ ইনগ্লিস, মিচেল ক্লিঞ্জার, স্যাম হোয়াইটম্যান (উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, হিলটন কার্টরাইট, ডেভিড উইলি, নাথান কোল্টার-নাইল, অ্যান্ড্রু টাই, ঝাই রিচার্ডসন, জেসন বেহেনড্রফ, অ্যাশটন অ্যাগার, উসমান কাদির, ক্যামেরন বেনক্রফট।