নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

ওয়েলিংটনে ম্যাথিউস-মেন্ডিসের অবিশ্বাস্য ব্যাটিং

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:58 মঙ্গলবার, 18 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার পর ইনিংস হারের শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছিল শ্রীলংকা। নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল পরের দিনই জয় তুলে নেয়ার। কিন্তু ইনিংস হারের শঙ্কা নিয়ে মাঠ ছাড়া লঙ্কানরা চতুর্থ দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে লিড নেয়ার চিন্তা ভাবনা করছে। ৩ উইকেটে ১৩ রান নিয়ে খেলতে নামা শ্রীলংকার চতুর্থ দিন শেষে স্কোর ৩ উইকেটে ২৫৯ রান। 

এদিন নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে মন্থর ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাত্র ২.৫৩ রান রেটে ব্যাট করে পুরো দিনে স্কোরবোর্ডে দুইজন মিলে যোগ করেছেন ২৪৬ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ব্যাটসম্যানই। দিন শেষে ম্যাথিউস ১১৭ এবং মেন্ডিস ১১৬ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে একপ্রান্তে ম্যাথিউস ধীরগতির ব্যাটিং করলেও কুশল মেন্ডিস খানিকটা হাত খুলেই ব্যাটিং করেছেন। লাঞ্চে যাওয়ার আগে ডানহাতি এই ব্যাটসম্যান ফিফটিও তুলে নেন। প্রথম সেশনে কোন উইকেট না হারিয়ে সফরকারীরা স্কোরবোর্ডে যোগ করে ১০৯ রান।

দ্বিতীয় সেশনেও কিউই বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন দুজন। মন্থর ব্যাটিংয়ে ৩১ ওভারে এই দুজন মাত্র স্কোরবোর্ডে দ্বিতীয় সেশনে যোগ করেছেন মাত্র ৭৫ রান। নিউজিল্যান্ডের বোলাররা উইকেটের খোঁজে থাকলেও প্রথম দুই সেশনে বড় কোন ভুল শট খেলে তাঁদের সুযোগ দেন নি এই দুই লঙ্কান।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। মেন্ডিস সেঞ্চুরি হাঁকানোর পর ম্যাথিউসও হাঁটতে থাকেন শতকের দিকে। নিউজিল্যান্ডের বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে ডানহাতি এই ব্যাটসম্যানও শতক তুলে নেন।

এই দুজনের অপরাজিত শতকের উপর ভর করে ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। তৃতীয় সেশনে ৩১ ওভার ব্যাট করে দুজন স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ৬২ রান। যদিও দিন শেষে এখনও নিউজিল্যান্ডের থেকে ৩৭ রানে পিছিয়ে আছে শ্রীলংকা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ২৮২ রানে অল আউট হয়েছিল সফরকারী শ্রীলংকা। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টম লাথমের অপরাজিত ২৬৪ রানের উপর ভর করে ৫৭৮ রানের পুঁজি পেয়েছিল কেন উইলিয়ামসনের দল।

সংক্ষিপ্ত স্কোরঃ 

শ্রীলংকা প্রথম ইনিংসঃ ২৮২ অল আউট (৯০ ওভার), (অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮৩, দিমুথ করুনারত্নে ৭৯), (টিম সাউদি ৬৮/৬)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৫৭৮ অল আউট ( ১৫৭.৩ ওভার), (টম লাথাম ২৬৪, কেন উইলিয়ামসন ৯১) (লাহিরু কুমারা ১২৭/৪)  

শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ ২৫৯/৩ (১০২ ওভার), (অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৭*, কুশল মেন্ডিস ১১৬*), (টিম সাউদি ৩৬/২)