বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)

বিসিএলের পর্দা উঠছে ২১ নভেম্বর

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:48 শনিবার, 17 নভেম্বর, 2018

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২১ নভেম্বর। এবার ভিন্ন আঙ্গিকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসরটি।

এবার  প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে চারটি দল। গত আসরে খেলা ক্রিকেটারদের মধ্যে ৬জনকে রিটেইন করার সুযোগ পেয়েছে দলগুলো। এবারের আসরে অন্য অঞ্চলের ক্রিকেটারদেরও দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে তারা।

জাতীয় লিগের পারফর্মেন্স বিবেচনায় শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়েছে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে।

এবার আসর মাঠে গড়াবে মোট চারটি ভেন্যুতে। খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নেয়া চারটি দল হলো, প্রাইম ব্যাংক সাউথ জোন, বিসিবি নর্থ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

বাংলাদেশ ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচিঃ

প্রথম রাউন্ড ২১ নভেম্বর-২৪

প্রাইম ব্যাংক বনাম ওয়ালটন, সিলেট

বিসিবি বনাম ইসলামী ব্যাংক, রাজশাহী

দ্বিতীয় রাউন্ড ২৮ নভেম্বর-১ ডিসেম্বর

প্রাইম ব্যাংক বনাম ইসলামী ব্যাংক, রাজশাহী

বিসিবি বনাম ওয়ালটন, বগুড়া

তৃতীয় রাউন্ড ৫-৮ ডিসেম্বর

প্রাইম ব্যাংক বনাম বিসিবি, চট্টগ্রাম

ইসলামী ব্যাংক বনাম ওয়ালটন, বগুড়া

চতুর্থ রাউন্ড ১১-১৪ ডিসেম্বর

প্রাইম ব্যাংক বনাম ওয়ালটন, চট্টগ্রাম

বিসিবি বনাম ইসলামী ব্যাংক, রাজশাহী

পঞ্চম রাউন্ড ১৭-২০ ডিসেম্বর

প্রাইম ব্যাংক বনাম ইসলামী ব্যাংক, বগুড়া

বিসিবি বনাম ওয়ালটন, রাজশাহী

ষষ্ঠ রাউন্ড ২৪-২৭ ডিসেম্বর

প্রাইম ব্যাংক বনাম বিসিবি, চট্টগ্রাম

ইসলামী ব্যাংক বনাম ওয়ালটন, সিলেট