বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ক্যাচ মিসের মহড়ায় হতাশ জিম্বাবুয়ে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:54 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ক্যাচ মিসের খেসারৎ দিয়েছে জিম্বাবুয়ে। প্রথম দিনেই ১৬১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। এই ইনিংস খেলার পথে ৩বার জীবন পেয়েছেন তিনি।

আর দ্বিতীয় দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে দ্বিতীয় জীবন দিয়েছেন জিম্বাবুইয়ান ফিল্ডাররা। টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যানের ম্যারাথন ইনিংস থেমেছে ২১৯ রানে অপরাজিত থেকে। জিম্বাবুয়ে দলের ফিল্ডিং কোচ  শেফার্ড মাকুনুরা মনে করেন এটা খেলারই অংশ। এটা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে চায় তার দল।

"এটি সবসময়ই হতাশাজনক। তবে এটি খেলারই অংশ। আপনি কিছু ক্যাচ ধরতে পারবেন আবার কিছু ক্যাচ মিস হবেই এবং এটিই খেলার অংশ। আমাদের এটি মেনে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে এখান থেকেই।"

দলের বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মাকুনুরা । তিনি মনে যেভাবে বোলিং করা প্রয়োজন দলের বোলাররা সেভাবে করতে পারেননি। তাছাড়া, বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

"আমি মনে করি না যে আমরা খুব ভাল বোলিং করেছি। আমরা যেভাবে বোলিং করার প্রয়োজন ছিল সেভাবে করি নি, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও এর কৃতিত্ব দিতে হবে।"

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করেছে। ফলে এই ম্যাচ জেতার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে মাসাকাদজার দলের। তাই জিম্বাবুয়ে দল সন্তুষ্ট না বলে জানিয়েছেন তিনি।

এটা দারুণ এক সুযোগ ছিল ঘরের বাইরে একটি সিরিজ জয়ের। টাইগারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। তবে, ম্যাচ ড্র করে অথবা ম্যাচের বাকি অংশে দারুণ খেলে লড়াইয়ে ফেরার সুযোগ রয়েছে জিম্বাবুয়ের।

"আমি মনে করি না যে ছেলেরা সন্তুষ্ট। আমরা ড্রেসিংরুমে কথা বলেছিলাম এই ব্যাপারে যে এটি আমাদের জন্য একটি সুযোগ ছিল বাইরের দেশে টেস্ট সিরিজ জয়ের, যা আমরা অনেক দিন থেকে করতে পারছি না।"